মোর নাম এই বলে খ্যাত হোক

আইজকা হইলো গিয়া হেপ্পি বাড্ডে। জব্বর একখান ব্যানার টাঙ্গাইছে মিচকা কাইয়ুম।

জানি পুলাপাইন আইসা আমারে মেলা পচাইবো। তাতে কি? আমি কি ডরাই নাকি? আমি হইলাম গিয়া, যারে বলে সিংহ।

হেপ্পি বাড্ডে সিসিবি। আইজকা শুধু এই কথা কই

“মোর নাম এই বলে খ্যাত হোক, আমি সিসিবির লোক” ।

৪,১২৯ বার দেখা হয়েছে

১০৯ টি মন্তব্য : “মোর নাম এই বলে খ্যাত হোক”

  1. কামরুল হাসান (৯৪-০০)

    বিশাল বড় পোস্ট।
    সময় করে পরে পড়তে হবে।
    অনেক ধন্যবাদ ফয়েজ ভাই এমন গুরুত্বপূর্ন বিষয় সামনে নিয়ে আসার জন্যে। :grr:


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  2. জুনায়েদ কবীর (৯৫-০১)

    প্রিয়তে রাখলাম...
    সময় করে আয়েস করে পড়ব...
    পোস্টটা স্টিকি করা হলে খুব ভালো হয়...
    (ব্যক্তিগত মতামত)


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  3. তানভীর (৯৪-০০)

    এখন ট্রেনিং এ আছি বলে এত বড় পোস্টটা পড়ার সময় পাচ্ছি না।
    বাসায় ফিরে সময় নিয়ে পড়ব।
    ফয়েজ ভাইকে অগ্রিম অভিনন্দন জানিয়ে যাই জাতির ক্রান্তিকালে এত গুরুত্বপূর্ণ পোস্ট দেয়ার জন্য।
    এ ধরণের পোস্টে অবশ্যই পাঁচতারা দিয়ে যেতে হয় (না পড়েই)।

    জবাব দিন
  4. রবিন (৯৪-০০/ককক)

    সিসিবি জাতির বিবেকের কাছে প্রশ্ন, আমরা কি এই মহা মূল্যবান লেখার জন্য তারার সংখ্যা ৫ থেকে ৭ করতে পারি না?? (যদিও পড়ি নাই এখনও)
    অনেক বড়, বাসায় গিয়ে সময় নিয়ে পূর্ন মনোযোগ দিয়ে পড়বো

    জবাব দিন
  5. আমিন (১৯৯৬-২০০২)

    আরে বাপ্পস এত বড় পোস্ট। পড়লাম না আর। হেডিংটা ইন্টারেস্টিং লাগলো।
    আমি এখন মোবাইল থেকে বলতেসি তো তাই ডিটেইলস বললাম না। বাসায় ফিরে জমিয়ে বসে পড়বো।
    সিসিবি লাখ সন্তানের জননী হোক (ক।রা: লেখক)।(হেডিং দেইখ্যা কমেন্ট।)

    জবাব দিন
  6. মেহেদী হাসান (১৯৯৬-২০০২)
    “মোর নাম এই বলে খ্যাত হোক, আমি সিসিবির লোক” ।

    এই লাইনটা দারুন লাগলো... একেবারে মনের কথা...
    শুভ জন্মদিন সিসিবি...(দেরিতে উইশ করার জন্য দুঃখিত)

    জবাব দিন
  7. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    এইরকম একটা অসাধারণ, দারুণ, চমৎকার হৃদয়গ্রাহী লেখার জন্য ফয়েজ যে দীর্ঘদিন ধরে সাধনা করে এসেছে প্রথমেই আমরা সেই সাধনার প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা জানি সুন্দরীদের সঙ্গে পড়াশুনা, চাকরি এবং আরো অনেক অনেক কাজে ব্যস্ত ফয়েজের একটা ব্লগ নামানো খুবই কষ্টকর কাজ ছিল, কিন্তু ফয়েজ তাতেও দমেনি। তাই আমরা সেইসব কষ্টের প্রতি জানাই শুভেচ্ছা। কিন্তু সিসিবির জন্মদিনে তাকে স্মরণ করে ফয়েজ যে বিশাল ভালোবাসার প্রমাণ রাখলো সেই ভালোবাসাকেও আমাদের স্মরণ করতে হয়। আমরা জানি ফয়েজ মেজবান খেতে ভালোবাসে, তাই ফৌজদারহাটের রিইউনিয়নে মেজবান খেতে তাকে আমন্ত্রণ জানাতে হবে। এই পোস্টে আমার এই দীর্ঘ মন্তব্যের জন্য ফয়েজ উস্কানিদাতা। তাই ফয়েজকেও আমি শুভেচ্ছা জানাই।


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  8. ওয়াহিদা নূর আফজা (৮৫-৯১)

    কমেন্ট দেখার জন্য স্ক্রল করতে করতে হাত ব্যাথা হয়ে গেছে। অনেক ভাব নিয়ে এই মহামূল্যবান পোস্টটা খুলেছিলাম ততধিক কিছু মহামূল্যবান কথা লিখবো বলে। এখন সব এনার্জি সাথে টাইমও শেষ। বুঝছি পোস্টে প্রথম হতে হবে।


    “Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
    ― Mahatma Gandhi

    জবাব দিন
  9. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    এই গুরুত্বপূর্ণ পোস্ট, এবং ততোধিক গুরুত্বপূর্ণ মন্তব্যগুলোর সাথে ঐ এবং সহমত জানাতে জানাতে মাউসের স্ক্রল হুইলটি খুলে পড়ে গেলো 🙁

    কমরেড এবং কমরেডী সবাইকে লাল :salute:


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  10. তৌফিক (৯৬-০২)
    জানি পুলাপাইন আইসা আমারে মেলা পচাইবো। তাতে কি? আমি কি ডরাই নাকি? আমি হইলাম গিয়া, যারে বলে সিংহ।

    জীব-জন্তুদের মধ্যে সিংহেরই কি পচানি খাওয়ার ক্যাপাসিটি সবচেয়ে বেশি? :-B

    জবাব দিন
  11. দিহান আহসান

    এই গুরুত্বপূর্ণ পোস্ট, এবং ততোধিক গুরুত্বপূর্ণ মন্তব্যগুলোর সাথে ঐ এবং সহমত জানাতে জানাতে মাউসের স্ক্রল হুইলটি খুলে পড়ে গেলো 🙁

    কমরেড এবং কমরেডী সবাইকে লাল :salute:

    ভাইয়া ভালো আছেন সবাই?? 🙂

    জবাব দিন
  12. মনিরুজ্জামান মুন (২০০২-২০০৮)

    :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz:

    জবাব দিন

মওন্তব্য করুন : ফয়েজ (৮৭-৯৩)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।