“আত্ম-কথন”

আজ সকাল দশটায় তোর বাসায় যাব,
আংকেলের অফিস শুরু নয়টায়, পৌনে দশে আন্টির ক্লাস।

আমার ভাংগা সাইকেল তোদের ভিতরের বারান্দায় তুলে,
সাড়ে দশের আগেই শুরু হবে আমাদের তুমুল কথোপকথন।
বুক পকেটে গোলাপী খামের ভিতরে লুকিয়ে রাখব কারুকার্যময় ছুরি
অথবা অমৃত।

আজ তুই হবি নন্দিনী,
আমি চল্লিশ পেরুনো তুমুল যুবক।

অথবা আমি নিখিলেশ
তুই মধ্যরাতের “কুকুরের কান্না” ।

তোর ঘন হয়ে আসা শ্বাস ছিড়ে-খুড়ে সাপ হয়ে ভিতরে ঢুকবো আজ,
অথবা
প্রচন্ড গরমের নিদারুন অন্ধকার হব,
তুই খুলে ফেলবি কাপড়, জামা, লাজ লজ্জা সব।

আজ আমি এক নিদারুণ পুরুষ হবোই হব।
পৌরাণিক কৃষাণ, শিখে যাব চাষের চৌষট্টি কলা।

রক্তের ঝাড় থেকে ছিড়ে নিব কালো-কাঁটাওলা গোলাপ
অথবা লাল।
তোর ঘরের ভেতরে মেলে দিব একটা পুরো নীল আকাশ
অথবা
টবের উপরে প্রসব বেদনায় কুঁকড়ে থাকা নাইট-কুইন।

..।..।…..।..।..।..।..।..।…
তুই শুধু একটি বার চোখ তুলে তাকাস।

৪,৫৬৬ বার দেখা হয়েছে

৮৬ টি মন্তব্য : ““আত্ম-কথন””

  1. আমিন (১৯৯৬-২০০২)
    তুই খুলে ফেলবি কাপড়, জামা, লাজ লজ্জা সব।

    ছি ছি অশ্লীল। আমাদের মডার্ন হুজুর ফয়েজ ভাইয়ের থেকে আশা করি নাই। 😀 😀 😀

    (কানে কানে) লেখাটা তুমুল হইছে।

    জবাব দিন
  2. কামরুল হাসান (৯৪-০০)

    'সব করে দেব' এর বিকল্প কোন লাইন হলে আরো ভালো লাগতো ।

    কবিতা চমৎকার হইছে, পুরা আবেদনময়ী। :grr:


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  3. তানভীর (৯৪-০০)

    লেখাটা ভাল হয়েছে, কিন্তু খুব ভালো হয়নি। তাই ৪ দিলাম। 🙂
    কেন জানি পুরাটা একটানে পড়ে যাওয়ার মত হয়নি, কিছুটা বিক্ষিপ্ত মনে হয়েছে। হয়তোবা ঐ ঘুটা দেয়ার কারণেই। আপনাকে এগুলো বললাম কারণ, জানি আপনি আরও ভালো লিখতে পারেন।

    জবাব দিন
    • ফয়েজ (৮৭-৯৩)

      লেখা ভালো হয়নি এটা বুঝেছি। 🙂

      তবে "বিক্ষিপ্ত" ভাবটা ইচ্ছাকৃত। প্রেমিকের মন বিক্ষিপ্ত, সে নিশ্চিত না, প্রেমিকা তাকে পছন্দ করে কিনা।

      ধন্যবাদ তোমার মন্তব্যের জন্য। :thumbup:


      পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

      জবাব দিন
  4. ভাই,
    কয়েকটা বানান কি একটু দেখবেন?
    নিদারুণ, কৃষাণ, পৌরাণিক...

    কবিতা লিখছেন দেখে খুব আগ্রহ করে পড়লাম। আপনার স্কেলে বিচার করে সেইরকম মজা পাইলাম না...

    জবাব দিন
  5. কামরুলতপু (৯৬-০২)

    ভাইয়া অনেকদিন পরে কবিতা লেখলেন। সবাই দেখি এখন সমালোচনা করে এইটা কি এহসান ভাইর ঝাড়ির কারণে নাকি? যাই হোক আমিও একখান কথা কইতে চাই।

    আজ সকাল দশটায় তোর বাসায় যাব,

    এটা কাল সকালে হইলে হইত না? অবশ্য প্রেমিক হয়তবা সারা রাত জেগে ভোরে কবিতা লেখছে।
    দুষ্টামি করলাম।

    জবাব দিন
  6. টিটো রহমান (৯৪-০০)

    আমার তো ভালোই লেগেছে 😡

    পৌরাণিক কৃষাণ, শিখে যাব চাষের চৌষট্টি কলা।

    এই কলা ব্যাপারটা নাকি যে যত জানে সে তত ক্ষমতাধর। আমেরিকার এক্স ফরেনমিনিস্টারের কথা। সে নাকি ৩০ টা জানতো.......... ~x(


    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

    জবাব দিন
  7. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    @সানা ভাই-ফরেন মিনিস্টার কয়ডা জানে জানি না কিন্তু উনার স্বামী কয়ডা জানে সেইটা জানতে পড়ুন মনিকা লিউন্সকি আপা বিরচিত বই "মনিকা'স স্টোরি"(ট্যাগলাইনঃকামসূত্রকেও হার মানায় যে কাহিনী) :-B :-B

    জবাব দিন
  8. আহসান আকাশ (৯৬-০২)

    আরে এইটা দেখি রংপুরের ২০০ তম পোস্ট... অভিনন্দন :clap: :clap: :clap:


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  9. আদনান (১৯৯৪-২০০০)

    কবিতা সমালোচনা করার মত পাঠক এখনো হইনি । আমার কাছে ভাল লাগছে । ফয়েজ ভাই তো বলেই দিলেন বিক্ষিপ্ত ভাবটা ইচ্ছাকৃত তাই এনিয়ে আর কোন কথা নাই ।

    জবাব দিন
  10. তাইফুর (৯২-৯৮)

    আবার পইরা ৫ দাগায়া গেলাম ...
    ফয়েজ ভাই লেখা নিয়া ফিরলে লম্বা সালাম দিমু ...
    সেই অপেক্ষায় ...


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন

মওন্তব্য করুন : ফয়েজ (৮৭-৯৩)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।