ছুটি

১২ ই জুন ১৯৯৯। প্রথম বার ছুটি কি তা সত্যি উপলব্ধি করি। আমাদের ফার্স্ট টার্মের প্রথম ছুটি ছিল সেটা। এর আগে স্কুল লাইফ এ পাওয়া সব ছুটির আনন্দ যেন উবে গিয়েছিল নিমিষেই। আর কখনও ঐ অনুভুতি ফিরে পাওয়াটা দুষ্কর হবে বলে ভেবেছিলাম। আমি জানি আমাদের সিংহভাগই কখনও আর সেই স্বাদ আস্বাদন করতে পারে নি।
অথচ ভাগ্যের চক্রে আমাদের মত গুটিকয়েক অসহায় প্রাণ এখনও ছুটির জন্য সেই একই ভাবে সীমাহীন আগ্রহে অপেক্ষা করে। কিন্তু দিন বদলের সাথে আমাদের শরীরের আকার বদলেছে, পরনের কাপড় বদলেছে। অথচ সেই অনুভুতির কোনো পরিবর্তন আসে নি। এখনো দিন গুনি, ক্যালেন্ডারের পাতায় ক্রস চিণ্হ আকি। নাহ একটু বেশী বলে ফেললাম। কিন্তু অনুভুতিটা একটু পুরোনো ধাচের।
আসলে বহুদিন পর ছুটি পেলাম। তাই আবোল তাবোল বকার বাতিক উঠেছিল।
মাফ করবেন সবাই।

১,৯৫৬ বার দেখা হয়েছে

২৬ টি মন্তব্য : “ছুটি”

  1. ছুটি জিনিসটা পুরাই জোস। A Friendly piece of suggestion: সত্যিকারের ছুটি চাইলে অফ ডে তে ভুলেও মোবাইল অন রাখবি না। (জীবন থেকে নেয়া)

    ছুটি পাইছস , এই খুশিতে হাা হাা কর। (জানসই তো কি, ইলেভেনের এক্সকারশনে বাইর হওয়া স্লোগান)

    জবাব দিন

মওন্তব্য করুন : আহমদ (৮৮-৯৪)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।