কথা বন্ধ

# নার্সারি থেকে থ্রি #

> মা খেলতে যেতে দেয়নি। কথা বন্ধ।
> বাবা বিটিভির আটটার সংবাদের পর আলিফ লায়লা দেখতে দেয়নি। কথা বন্ধ।
> আপু পুরো কাপ চা একা একা খেয়েছে, একটুও ভাগ দেয়নি। কথা বন্ধ।
> ভাইয়া খেলতে নিয়ে টেনিস বল ফাঁটিয়ে ফেলেছে। কথা বন্ধ।
> বেস্ট ফ্রেন্ড স্কুলে আগে এসেছে কিন্তু পাশের সীটে জায়গা রাখেনি। কথা বন্ধ।

# ফোর থেকে সিক্স #

> মা আজকেও টিফিনের জন্য টাকা দেয়নি, দিয়েছে রুটি আর কলা। কথা বন্ধ।
> বাবা মনটেক্স কলম কিনে দেয়নি, ইকোনো ডিএক্স কিনেছে এক ডজন। কথা বন্ধ।
> ক্যাডবেরির লোভ দেখিয়ে আপু কিনে দিয়েছে প্রাণ মিল্ক ক্যান্ডি। কথা বন্ধ।
> দোকানে গিয়ে ভাইয়া বন্ধুর সাথে মোস্তফা খেলেছে, আমি চেয়ে চেয়ে দেখেছি। কথা বন্ধ।
> বোম্বাস্টিং খেলার সময় বেস্ট ফ্রেন্ড ইচ্ছা করে গায়ে বল মেরেছে। কথা বন্ধ।

# সেভেন থেকে টেন #

> বাসার একমাত্র মোবাইলে অচেনা নাম্বার থেকে রাতে মিসকল এসেছে, মা এটা নিয়ে বকেছে। কথা বন্ধ।
> এই বয়স থেকে বাবার উপর রাগ করা বন্ধ হয়ে যায়।
> গোপন প্রেমের খবর মায়ের কাছে ফাঁস করে দিয়েছে আপু। কথা বন্ধ।
> শিডিউল অনুযায়ী দায়িত্ব থাকলেও ভাইয়া রাতে মশারি টাঙায়নি। কথা বন্ধ।
> না জানিয়েই ক্লাসের সুন্দরী মেয়েটার সাথে প্রেম শুরু করেছে বেস্ট ফ্রেন্ড। কথা বন্ধ।

# ইলেভেন-টুয়েলভ #

> পাশের বিল্ডিং এর বিলকিসের সাথে কথা বলতে দেখে মা ধমক দিয়েছে। কথা বন্ধ।
> ঈদের সালামি চেয়েছিলাম পাঁচশো, আপু দিয়েছে একশো। কথা বন্ধ।
> বাসার একমাত্র কোলবালিশটা আজকেও দখল করে রেখেছে ভাইয়া। কথা বন্ধ।
> বেস্ট ফ্রেন্ড ম্যাথ সেকেন্ড পেপার পরীক্ষার সাজেশন দিতে একদিন দেরি করেছে। কথা বন্ধ।

# ভার্সিটি লাইফ #

> এই বয়স থেকে মায়ের উপর রাগ করা বন্ধ হয়ে যায়।
> প্রেমিকার ছবি দেখে উচ্ছ্বসিত প্রশংসায় ভাসিয়ে দেয়নি আপু। কথা বন্ধ।
> নতুন কেনা বাইক একবারও চালাতে দেয়নি ভাইয়া, পিছে বসিয়ে ধুলা খাইয়েছে। কথা বন্ধ।
> না জানিয়েই ঘুরতে গেছে বেস্ট ফ্রেন্ড, নান্না খেয়েছে, মোস্তাকিম খেয়েছে, আর দিনশেষে বাসায় হাজির হয়ে দাঁত কেঁলিয়ে কেঁলিয়ে বলেছে, “দোস্ত খিদা লাগসে”। কথা বন্ধ।

কথায় কথায় কথা বলা বন্ধ করে দেয়া বাঙালির এক ইউনিক বৈশিষ্ট্য। কখনো ভালো, কখনো খারাপ। কখনো দুটোই। একমত হলেন না?? কথা বন্ধ!

৯০৮ বার দেখা হয়েছে

৭ টি মন্তব্য : “কথা বন্ধ”

মওন্তব্য করুন : কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।