মামা সমাচার

ছোট্ট বেলার কাব্য গাঁথা মামার বাড়ি যাই,

এত সাধের আম কুড়ানো মামাটি আজ নাই;

ক’জন চেনে মামা কে আজ,ক’জনই তার ঘর,

স্বার্থ যখন, মামা তখন, নেই ত কেটে পর।

নতুন করে দেশে এল নতুন সে হাঙ্গামা,

ডানে বামে যেদিক তাকাই, শত শত মামা।

হোক সে বড়, হোক সে ছোট, হোক সে পারার ভাই,

ভাইটারে মোর এখন থেকে মামা বলা চাই।

পকেট ফাঁকা? লাগবে টাকা? দে মামারে কল,

রিসিভ করেই বলবে মামা লাগবে কত বল!

এমন করেই শহর জুড়ে এতই মামার নাম,

পেতে পেতে পায়না শেষে আপন মামাই দাম।

যতই বলুক আপন মামা, পায়না মোটে বেল,

নকল মামা এসে বলে দেখনা আমার খেল।

আসলই হোক, বা হোক নকল, মামা সে ত মামাই,

মামা ছাড়া জমবে কিসে মামার বিয়ের সানাই?

মামার পিছে ঢেলে ঢেলে যতই বা হোক লস,

শেষে এসে বলবে ঠিকই মামা টা মোর বস।

যতই বিপদ, থাকলে মামা, নাই যে কোনও ভয়,

মিলিয়ে গলা বল সবাই, “হোক মামারই জয়” ।।

৫৮৫ বার দেখা হয়েছে

৩ টি মন্তব্য : “মামা সমাচার”

মওন্তব্য করুন : মাহবুব (১৯৯৪-২০০০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।