বাস্প উপাখ্যান

তুমি দেখনি-
ফুটন্ত জলের বাষ্পীভবন।
সে-ই ভাল,
আমাকে কি আর-
আলাদা লাগত তখন?

মহাজাগতিক যানে-
তুমি আজ নক্ষত্ররাজ্যে।
আর আমার-
চৌকির চার পা প্লাবিত।
হ্যা-
এখানে আজ মহাপ্লাবন।
ভাসছে স্বপ্ন, সুখ, কামনা-
ঘোলা, নোংরা পানির ঘূর্ণিতে।

অবসর নেই, তবুও-
অবসরে কাটে জীবন,
ক্ষুধামন্দায় আকাশের স্মৃতি।
সহস্র বছর-
রোদ ওঠেনি।

ভাবি-
একদিন ঠিকই হবে
ভালবাসার বাষ্পীভবন।
ওজোনস্ফেয়ার, আয়োনস্ফিয়ার পেরিয়ে-
আমার নোনা চুমু
তোমার ওষঠে,
ঠিকই পৌঁছাবে একদিন।

১,৯৩৪ বার দেখা হয়েছে

১৬ টি মন্তব্য : “বাস্প উপাখ্যান”

  1. কঠিন কঠিন চিন্তা ভাবনা নিয়ে কবিতা। এইটা কে বৈজ্ঞানিক কল্পকবিতা মনে হল। এই কঠিন সব থটের কবিতা পয়দা করতে সময়তো একটু লাগবেই।
    ফজলে ভাই :boss: কবিতা অনেক ভালো লাগলো।

    জবাব দিন

মওন্তব্য করুন : জিহাদ (৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।