ভাসমান

স্বপ্নগুলো কখনো কখনো অধরা হয়ে রয়
কল্পনার ক্যানভাসে
বিমলিন আর্তনাদ ভেসে যেতে চায়
জোয়ারের উন্মত্ততায়
বিবর্ণ অনুনাদতাকে ঠেকিয়ে রাখে
হয়তো বিপুল কোন প্রত্যাশায়
হৃদয়ভাঙার গভীর আবেশে
ময়ুরাক্ষীর গুঞ্জন হাতছানি দেয়
হয়তো নতুন কোন আবেগে……

৩,১৩৫ বার দেখা হয়েছে

৫৯ টি মন্তব্য : “ভাসমান”

  1. রেজওয়ান (৯৯-০৫)

    ভাবীপ্পু...রকিবের দোস্ত আইছে...চা টা ওরেই বানাইয়া দিতে দাও :grr:
    কবিতা দারুন হইছে...(মাথার উপরে দিয়া যায় নাই 😛 )
    :clap: :clap: :clap:
    ব্লগে স্বাগতম...লিখতে থাক :thumbup:

    জবাব দিন
  2. জুলহাস (৮৮-৯৪)

    নতুন হইলে কি করতে হয়...এখনও কেউ সে বিষয়ে ট্রেনিং দেয় নাই মনে হয়... x-( x-(

    ভাপু...তুমি চামে সাময়িকভাবে এডজুট্যান্ট-এর দ্বায়িত্বটা নিয়া নাও... :grr: :grr: :grr:

    এবং নতুন আগত লেখিকা-রে..."আজ্‌ সে কিয়ামত তক্‌" :frontroll: :frontroll: :frontroll: দেওয়াইতে থাক!!!!!! ;;; ;;; ;;;

    শুভ ব্লগিং :clap: :clap: :clap:


    Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet

    জবাব দিন
  3. কামরুল হাসান (৯৪-০০)

    পুরা কবিতায় দেখি কোন দাড়ি-কমা নাই! নাকি আধুনিক কবিতাই এখন এমন হইয়া গেছে !

    যাই হোক, পইড়া ছ্যাকা খাওয়া কবিতা মনে হইলো।

    স্বাগতম, সিসিবিতে।
    লিখতে থাকো, প্রাণ খুলে। 🙂


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  4. দিহান আহসান

    আপনারা এত কইরা যখন কইতাসেন ;)) তয়্টরথম তো, কেয়ামত তক কইলে ডর খাবো, আপাতত ১০টাই কই ... ;;;

    কি বলেন কাইয়ূম ভাই?? :grr:

    দেখি ফারহানা আপু ১০টা কুইক :frontroll: দাও তো দেখি

    জবাব দিন
  5. আশহাব (২০০২-০৮)

    ব্লগে আমার এতো পরে আইসাও আমার আগে ব্লগ :((
    কেম্নে কি x-(
    যাই হোক, আপু ভাল লিখসো 😀 তবে কই জানি পড়সিলাম মনে হয় :grr:
    অফটপিক : ফারহানা আপু আমার খালাতো বইন B-)


    "Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
    - A Concerto Is a Conversation

    জবাব দিন
  6. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    না, সিসিবির ডিসিপ্লিন নিয়া আর কুনু চিন্তা নাই!! ভাইস প্রিন্সিপাল তো প্রিন্সিপালরে রেস্টে রাখছে!!! B-) B-) B-)

    শুভ ব্লগিং আপু। কাইয়ুম, কামরুল, মেহেদি, জুলহাস, রেজওয়ান এবং ভিপি তো আছো দেখলাম। আমার পক্ষপাতিত্বটাও ছোট্ট আপুরে মনে করাইয়া দিও।। 🙂 🙂 🙂


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  7. রকিব (০১-০৭)

    অবশেষে ০৭ এর আরো একজন সক্রিয় ব্লগার পাওয়া গেলো। :goragori: :goragori: দোস্ত, কেমন আছিস? আমি হলাম চাওয়ালা, রেডিও এবিসির নিচে আমার একটা ছোট্ট দোকান আছে :teacup: ।
    সিসিবিতে সুস্বাগতম; আমাদের অনেকেই এখানে নীরব পাঠক; তবে সরব কেবল তারিক আর মাঝে সাঝে আমি। নিয়মিত লেখা দিস দোস্ত।
    অফটপিকঃ তুই সম্ভবত বুয়েটে?? আমাকে চিনেছিস?


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  8. দেরি হইলো নতুনের কবিতা পড়তে...
    কিন্তু এত্তো মন্তব্য, এত্ত কথা...... যার কবিতা তিনি কই? 😛

    কবিতার অবিরাম ধারাতে (বিরাম চিহ্ন নাই দেখিয়া) ভাব ধরতে গিয়া পর্যুদস্ত হইলাম 🙁

    শুভ ব্লগিং... সিসিবিতে স্বাগতম

    জবাব দিন
  9. নির্ঝর (২০০২-২০০৮)

    🙁 🙁 🙁 🙁 🙁 🙁 🙁 :(( :(( :(( :(( :(( :((

    আল্লাহ আমি কান্দি কেন???

    😀 😀 😀 😀 😀 😀 :)) :)) :)) :)) :)) :)) :))

    আপু তুমি আশাব (পেসাব) এর বোন না?
    অরে কিন্তু বইলো না , অরে পেসাব কইসি......। =)) =)) =)) =)) =))

    জবাব দিন

মওন্তব্য করুন : ফারহানা (২০০১-২০০৭)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।