কাপুরুষ আমি

নিঃসঙ্গতা আমায় কুঁড়ে কুঁড়ে খেয়েছে,

বলি নি কিছুই তাকে।

হতাশা আমায় গ্রাস করেছে সূর্যগ্রহণের মত,

শুধু তাকিয়ে তাকিয়ে দেখেছি।

কষ্ট আমায় আগলে রেখেছে তার অসহ্য বুকে,

নিরবে ঘুমিয়েছি সেথায়।

কান্না আমার পানে হাত বাড়িয়েছে বন্ধুর মত,

ফেরাতে পারি নি তাকে।

 

কাপুরুষ আমি- পারি নি ভাগ্যকে উদ্ধার করতে;

হাতড়ে খুঁজেছি ঢালস্বরূপ প্রেমকে-

পাই নি খুঁজে।

সুন্দর প্রকৃতিতে নিষ্ঠুর, পাষণ্ড আমি।

রিক্ত হস্তে ফিরিয়ে দাও আমায়; আমি পরাজয় মেনে নিয়েছি।

 

আজ কান্না আমার বন্ধু, কষ্ট আমার আশ্রয়

সুখ আমায় মুক্তি দাও, আমি নিশ্চুপ নিরুপায়।।

৬৭৩ বার দেখা হয়েছে

৪ টি মন্তব্য : “কাপুরুষ আমি”

মওন্তব্য করুন : মোস্তাফিজ (১৯৮৩-১৯৮৯)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।