সূর্যাস্তের পর

সূর্যাস্তের পর আবার আমাদের দেখা হত
প্রখর রৌদ্রে মোরা যে যে যার যার মত
অথবা সূর্যের কিরণে আমাদেরকে চোখে পড়ে না;
নিভায়মান আলোকটুকু বাঁচাতে,
আরেকটু গাঢ়ভাবে জ্বলে ওঠার প্রচেষ্টা।

আমাদের আলোগুলো মিললেও
খুব যে দিন হত তা না।
তবুও ঐখানটায়, যেখানে আঁধার
আমরা প্রতিদিন সুখ খুঁজে বেড়াতাম
নিয়ম করে, নিজেদের জন্য।

১,৮২০ বার দেখা হয়েছে

২২ টি মন্তব্য : “সূর্যাস্তের পর”

  1. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    দুর্দান্ত দুর্দান্ত দুর্দান্ত ।
    ফাহিম, নিভায়মান নিয়ে একটু ধন্দ আছে।
    ঠিক আছে তো শব্দটা?

    তবে লিখেছো দারুণ।
    আরো আরো লেখা দাও।
    :clap: :clap: :clap:

    জবাব দিন
  2. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    জটিল জটিল :clap: এফ সি সি আরো আগায়া যাবে এইবার সিউর :hatsoff:
    ভালৈছে ফাহিম, সিসিবিতে স্বাগতম :thumbup:

    এফ সি সি'র কি সবাই লেখাজোকা করে নাকি :-B


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  3. ফাহিম (৯৯-০৫)

    সবাইকে অশেষ ধন্যবাদ। :shy: :shy: :shy:
    আসলে আশপাশের মানুষগুলোর 'লেখালেখির' সংক্রামক রোগটি দ্বারা কতটুকু আক্রান্ত হয়েছি তা দেখার ইচ্ছা হয় প্রায়ই। কিন্তু, আমার মধ্যে এই গুনটির বড়ই অভাব, এর প্রমান প্রতিনিয়তই পেয়ে আসছি। :((
    আর 'নিভায়মান' শব্দটি হঠাৎ লিখে ফেলার পর আর এর কোন প্রতিশব্দ খুজতে ইচ্ছা হয়নি। ভুল
    হলে এই হেয়ালিপনার জন্য মাফ চাই।
    🙂

    জবাব দিন
  4. হাসান (১৯৯৬-২০০২)

    ব্লগে স্বাগতম ফাহিম 🙂

    এফ সি সি আরো আগায়া যাবে এইবার সিউর

    এফ সি সি এবং রবীন্দ্র হাউস ভাই 😀 সাম্প্রদায়িক মন্তব্যের জন্যে আমার ভ্যান চাই। 😛

    জবাব দিন

মওন্তব্য করুন : রায়হান আবীর (৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।