ক্যাডেট কলেজে প্রথম দিন! ১৮ বছর আগের কথা, মনে হয় এই তো সেদিন…

১৯৯১ সালের ৬ই জুন…পরিচিত ক্যলেন্ডারের পাতার তারিখ গুলার মাঝে এই দিনটাতে এসে একবার হলেও মনটা থমকে দাঁড়ায়।ওই একই দিনে পথ চলতে শুরু করেছিলাম যারা এক সাথে…তাদের সবাইকে জানাই অভিনন্দন।

প্রথম দিন কলেজে এসেই উপাধি জুটল ‘কলেজ পিচ্চি’র…৩০০ জনের মধ্যে হাইটে সবার ছোট আমি…মেজাজটা কেমন লাগে! তারপরে তো নতুন সব নিয়মকানুন আছেই … বড় ভাই ছিল কুমিল্লা ক্যাডেট কলেজের, ওরে দেখে দেখে মনে হতো না জানি কি , কিন্তু বিকালে যখন আব্বা আম্মা চলে গেলো কেমন যে লাগছিলো… মনে হচ্ছিল আসাটাই ভুল হইছে।

পরে অবশ্য কলেজ পিচ্চি থেকে হইলাম কলেজ পাজি…প্রেপে ঘুমানো, খামাকা সিক কল দেয়া, পায়ে নকল ব্যান্ডেজ লাগায়ে স্যান্ডেল পড়ার পারমিশন নেয়া, অংকে ফেল মারা, আম, লিচু আর করমচা চুরি…ইত্যাদি, ইত্যাদি। পেলাম অনেক কিছুই, সারা জীবনের জন্য সত্যিকারের কিছু বন্ধু আর ফাটাফাটি সব মেমরি, যেগুলা হাজার বার চারণ করলেও পুরানো হবেনা কোন দিনও।

তারপরে তো কত term , কত বছর…আজকে গুনে দেখি ১৮ বছর, মনেই হয়না…বুড়া বয়সে alzheimer’s disease হইলে ও মনে হয় ওই দিনটার কথা ভুলবোনা…

৩,৭৩২ বার দেখা হয়েছে

৮৩ টি মন্তব্য : “ক্যাডেট কলেজে প্রথম দিন! ১৮ বছর আগের কথা, মনে হয় এই তো সেদিন…”

  1. তানভীর (৯৪-০০)

    স্বাগতম আপু। সুন্দর একটা লেখা।
    কলেজের প্রথম দিনের কথা ভুলে যাওয়া আসলেই সম্ভব না।
    আশা করি এখন থেকে এখানে নিয়মিত থাকবেন আপু।

    অফটপিকঃ আপনার বড় ভাই কুমিল্লার কোন ব্যাচের?

    জবাব দিন
  2. রকিব (০১-০৭)

    আপু, স্বাগতম এবং শুভ ব্লগিং। সেই সাথে আপনাকে এবং আপনাদের ব্যাচের সবাইকে জন্মদিনের শুভেচ্ছা। ব্লগে চা খেতে চাইলে একবার খালি ডাক দিয়েন, আমার একটা চায়ের দোকান আ্ছে 😀 । নেন এক কাপ :teacup:


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  3. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
    …বুড়া বয়সে alzheimer’s disease হইলে ও মনে হয় ওই দিনটার কথা ভুলবোনা…

    এক্কেবারে খাঁটি কথা আপু :salute:
    সিসিবিতে স্বাগতম। নিয়মিত লিখবেন আশা করি 🙂
    ৯১-৯৭ ব্যাচের সিনিয়র ভাই-আপুদেরকে জন্মদিনের শুভেচ্ছা :guitar:


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  4. আপু,
    শুভ ব্লগিং।
    কয়েকদিন যাবত excadet নামক একজন বেশ উৎসাহী হয়ে ব্লগ পড়ছিল দেখে প্রোফাইল দেখে জানলাম তিনি আমাদের এক আপু, যিনি আমাদের মতই স্মৃতিকাতর একজন... 😀
    আজকে আপনার প্রথম ব্লগ খুব আগ্রহ করে পড়লাম। :hatsoff:

    বুড়া বয়সে alzheimer’s disease হইলে ও মনে হয় ওই দিনটার কথা ভুলবোনা…

    আপু, এই জাতীয় পচা কথা কেন? আলঝেইমার হতে হবে কেন?
    এমনিতেই কি মনে পড়া ভালো না?

    জবাব দিন
  5. জাহিদ (১৯৯৭-২০০৩)
    পেলাম অনেক কিছুই, সারা জীবনের জন্য সত্যিকারের কিছু বন্ধু আর ফাটাফাটি সব মেমরি, যেগুলা হাজার বার চারণ করলেও পুরানো হবেনা কোন দিনও

    এক্কেরে হাচা কইচেন,আফু...:salute: :salute: :salute: :salute:
    আফনেরে সিসিবিতে স্বাগতম...খুবই ভালা লিকচেন...
    এই লন এক কাপ 'কুল্ড কপি' খান... :teacup:

    জবাব দিন
  6. আহসান আকাশ (৯৬-০২)

    ব্লগে স্বাগতম আপু... শুরু যখন হয়ে গেছে, এখন খালি লিখতেই থাকেন...


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  7. আদনান (১৯৯৭-২০০৩)

    আপু, রকিবরে স্পেশাল অর্ডার দিতেছি, বিদেশি গ্রিন টি দিয়া যাইবোনে... চা খায়া চাঙ্গা হয়া লিখতে বইসা যান।

    আর to others: রিয়েলি সরি, সিরিজটা স্থগিত করিয়া রাখিয়াছি বলিয়া; কিঞ্চিত চাপে আছি। ফ্রি হইলে আবার শুরু হইবেক।

    জবাব দিন
  8. আজীজ হাসান মুন্না (৯১-৯৭)
    ৯১-৯৭ এর জন্মদিন শুধু আজকে না, আরেকটা আছে। 🙂

    আমাদের (ঝ ক ক) ২৫শে জুলাই

    খালি এফ সি সি না, দক্ষিনাঞ্চলের বেশ কয়েকটার। সেবার ৯১ তে ২৯ এপ্রিল ঝড়ের কারনে কিছু কলেজের ক্লাস সেভেনের যোগদানের তারিখ অন্যদের থেকে ভিন্ন ছিল।

    সহমত, মরতুজা

    জবাব দিন
  9. আজীজ হাসান মুন্না (৯১-৯৭)
    আমাদের আশরাফ ভাইরা মনে হয় আগস্টে ঢুকছিলেন।

    আশরাফ এর কথা মনে পড়ে গেল ১৯৯৬-এর ক্রিকেট মিট-এ জেসিসি-তে ২য় বার দেখা। এর আগে পরিচয় এক্সকারসনে ফউজদারহাটে। তারপর আর কোন দিন দেখা হয় নাই কিন্তু স্মৃতিতে চীর উজ্বল। আরো ছিল শাহীন, রাজেশ, রাজশাহীর হিটলার, ইয়ুসুফ মিরজাপুরের যময সান মুন সহোদর, বরিশালের জেনার, পাবনার আপন চাচা ভাতিজা জিয়া-সাইদ সহ ৯ কলেজের আরো অনেকেই...বিয়াপক মজাদার স্মৃতি......বিয়াপক 🙂

    জবাব দিন
  10. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    তোমরা কেউ আফরোজা আপুকে ব্লগের নিয়মটা এখনো জানাইলা না?? নাহ্‌ পুলাপাইন দিন দিন বিয়াদ্দপ হইয়া যাইতাছে!! ব্লগে জুনিয়রদের ইনটেকে :frontroll: দেওয়াইতে দেওয়াইতে আমি তো টায়ার্ড হয়ে গেলাম। কেম্নে কি? 😡 😡 😡

    ঠিক আছে আপু তুমি বরং প্যারেড গ্রাউন্ডটা মটর সাইকেলে ১০ চক্কর দাও (মটর সাইকেলের ইমো বাইর করো একটা)। :guitar: শুভ ব্লগিং। ভালো থেকো। :hatsoff:


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  11. আজীজ হাসান মুন্না (৯১-৯৭)

    মাসরুফ ,

    1. সমবয়সী আপন চাচা ভাতিজা আর কি। উভয়েই আমাদের সাথে খুলনার বসু পাড়ার বিখ্যাত হালিম স্যার এর ক্যাডেট কোচিং-এ তালিম নিয়ে সাফল্যের সাথে পাবনা ক্যাডেট কলেজে চান্স পেয়ে ৬ বছর পার করেছিল। জিয়া (চাচা) ছিল পি সি সি এর কলেজ প্রিফেক্ট। 🙂

    2. জীবনের জটিলতায় ইরাম ডুইবা গেছি যে উঠতি পারতিছিনা রে ভাইডি...পোস্ট আমারে দিয়ে হবি নানে...আমি খালি পড়ি...পেরেত্তেক দিন ম্যালা বার এই ব্লগ পড়ি 😀 তুমার কাইরজোকলাপ বিরাট ভালা পাই :))

    জবাব দিন
    • মাসরুফ (১৯৯৭-২০০৩)

      আজীজ ভাই আপনেদের ব্যাচ তো জেসিসিতে কিংবদন্তীর মত,আপনেদের কত কাহিনী যে শুনছি তা বইলা শ্যাষ করা যাবেনা-পুলাপাইন ইন্ডিসিপ্লিন্ড কিছু করলেই আমাদের কৈত-কি, ২৮তম ব্যাচের মত হৈয়া যাইতেছ?পরে আমরা এইটারে কম্পলিমেন্ট হিসাবে নিতাম B-) তা বস রেগুলার না হইলেও মাঝে মাঝে একটা দুইটা কাহিনী ছাড়েন,হালকা পাতলা মন্তব্য করেন...

      এই রকিব শিগগিরি চা দে আজীজ ভাইরে আর সেই সাথে দুইটা বেন্সনও দিস-বিল আমার নামে লিখা রাখবি,ঠিকাছে?

      জবাব দিন
  12. আজীজ হাসান মুন্না (৯১-৯৭)

    (৯১-৯৭)এর প্রথম দফা জন্মদিন উপলক্ষ্যে আপাতত আমাকে, মরতুজাকে আর রহিমা আফ্রোজাকে বিরাট ফুলেল শুভেচ্ছা পরে বাদ বাকি যারা আছে তাদেরকেও 😀

    জবাব দিন
  13. আজীজ হাসান মুন্না (৯১-৯৭)

    মাশফু,
    আমি ১০০% খাঁটী হালিম প্রোডাক্ট 😀
    স্যার পিডাইলেও উনার অইখানেও বিয়াপোক মজার ব্যবস্থা আমরা নিজেরাই বানাইয়া রাখসিলাম আর কি! পিসিসির যে চাচা ভাতিজার কথা কইলাম না, অরা দুইজনেই আসিলো সেইরাম দুষ্টা :grr: বিরাট এলেমদার।।আর আমাগো সময় (১৯৯০) খুলনা শহরে আমরা হালিম পার্টি তাউরাশ গিরি কইরা গেসি..হাকিম গ্রুপের তেমন একটা বেইল আসিল না...তয় আমরার সময়ে খুলনার করোনেশন স্কুলের সুন্দরী মাইয়া গুলান ক্যাডেট কোচিং-এর প্রতি কেন জানি তেমন একটা আগ্রহী ছিলনা

    জবাব দিন

মওন্তব্য করুন : আহসান আকাশ (৯৬ - ০২)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।