অঙ্ক

রংপুর থেকে ঢাকার দূরত্ব ৩০০ কিলোমিটার। সেখান থেকে দুপুরের খাবার খেয়ে ০৩৩০-০৪০০’টায় ঢাকার পথে রওনা দিলে পৌঁছুতে পৌঁছুতে রাত ‘সাড়ে এগারো’টা’ বাজে।
সিলেট থেকে ঢাকার দূরত্ব ২৪০ কিলোমিটার। সেখান থেকে দুপুরের খাবার খেয়ে ০৩৩০-০৪০০’টায় ঢাকার পথে রওনা দিলে পৌঁছুতে পৌঁছুতে রাত ‘এগারো’টা’ বাজে।
কুমিল্লা থেকে ঢাকার দূরত্ব ১০০ কিলোমিটার। সেখান থেকে দুপুরের খাবার খেয়ে ০৩৩০-০৪০০’টায় ঢাকার পথে রওনা দিলে পৌঁছুতে পৌঁছুতে রাত ‘বারো’টা’ বাজে।
???
গনিত মিলছে না’তো!
হতেই পারে!
আমি’তো আবার অঙ্কে খারাপ!!!
খারাপই’তো!!!!

১,০২৭ বার দেখা হয়েছে

৯ টি মন্তব্য : “অঙ্ক”

  1. লুৎফুল (৭৮-৮৪)

    শুভঙ্কর !
    বাড়ী আছো !!
    গ্যালিলিও-হাইজেনস তোমার বাড়ী বেড়াতে এলে
    কি দিয়েছিলে আপ্যায়নের ট্রেতে !
    কি এমন মন্ত্র মাখা কথা ও খাবার
    দিলে যে তুমি আবার ...
    এদেশে এলেই ঘড়িগুলো যেনো চলেনা
    মোটেও এক লয়েতে !

    জবাব দিন
  2. পারভেজ (৭৮-৮৪)

    ডিসটেন্সই তো একমাত্র ফ্যাক্টর না।
    প্রত্যেক স্থানের এক একটা গ্র্যাভিটিশনাল পুল থাকে।
    কুমিল্লার গ্র্যাভিটিশনাল পুল অন্যান্য জায়গার চেয়ে পাচ-ছয় গুম বেশী হলে, ওদের দোষ কি???


    Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

    জবাব দিন
  3. জুনায়েদ কবীর (৯৫-০১)

    কুমিল্লা থেকে যখনই রওয়া দিয়েছি- সবসময় 'বারোটা' বেজেছে! 🙁
    আমার মনে হয় যতটা সম্ভব দেরী করে রওনা হলে 'বাজাটা' কম হতে পারে... 😛


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  4. ঢাকা থেকে নিজ জেলা শহরের দুরত্ব ১৯০ কিলো। ৬০ কিলো হাইওয়েতে খুব নরমাল স্পিড। সেই হিসেবে ৩ ঘন্টায় বাড়ি পৌঁছানোর কথা। অথচ গাজীপুর চৌরাস্তা পার হতেই তিন/চার ঘন্টা নাই। কি করি!!!!!
    :(( :(( :(( :((

    জবাব দিন

মওন্তব্য করুন : সাবিনা চৌধুরী (৮৩-৮৮)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।