পূর্নিমার রাতে

কাল রাতে ঘুম এল না
জানালার পর্দা ভেজিয়ে দিয়েও
তোমায় আড়াল করা গেল না ।
পশ্চিম আকাশের রাঙ্গা মেঘ
নিঙড়ে এসে আমার ঘরের ছাদে
দখল নিল ।
তোমার সোনায় ঝলসানো বাহূর
রশ্মি আমার মেঘের ঢাল ছিন্ন করে
আমায় জাপটে নিলো ।

মেঘেদের ইশারা করতেই
বারিধারার গেরুনী উন্মুক্ত হলো
আরো কঠিন হলো তোমার বন্ধন
আমার মুখটা তোমার বুকের
মাঝে ডুবিয়ে দিলে। বললাম –
এখন যাও, কাল এসো;
আকাশ থেকে তারার গুঁড়ো পেড়ে এনে
তোমার খোলা চুলে মাখিয়ে বললে –
আজ, কাল, প্রতিদিন, চিরদিন ।

কপালের কালো টিপ যখন
আমার বুকে চিন্ন এঁকে দিয়ে
ফিকে হয়ে এল, আমি জ়েনে
গেলাম আজ রাতে ঘুম হবে না
মেঘেদের সরিয়ে দিতেই
কাশফুল, রগনিগান্ধা, ধেয়ে এল,
এল প্রজাপতি, ফড়িং, মৌমাছি –
তোমায় বরণ করতে,
আমার ভেতর-বাইরের সব পর্দা সরে গেল ।

– ২৫ আষাঢ় ১৪১৬/৯ জুলাই ২০০৯

অভ্র’তে টাইপ করাতে সব বানান ঠিক হলো না। – ইকরাম কবীর

১,৮৭৭ বার দেখা হয়েছে

১৯ টি মন্তব্য : “পূর্নিমার রাতে”

  1. কামরুল হাসান (৯৪-০০)

    বিবিসি'র ইকরাম কবীর ভাই! 😀

    স্বাগতম ভাইয়া।
    ব্লগে সেলিব্রেটি বড় ভাইদের দেখলে মনটাই ভালো হইয়া যায়।
    অনুরোধ, বেশি কইরা লিখেন এইখানে।
    আর লাবলু ভাইয়ের কাছ থেইকা দূরে থাইকেন। 😛


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
    • ইফতেখার আলম খান (৭৯-৮৪)

      মুন্না ভাই ভয়ের কিচ্ছু নাই 😀 । পোলাপাইন হুদাই ভয় দেখায় x-( । লাবলু ভাইকে ভয় পাওয়ার কি আছে কন? দশটা :frontroll: ই তো? দিয়া আপনি লাবলু ভাইকে দেখিয়ে দেন আপনি এখনও :frontroll: দিতে পারেন। জুনিয়ররা সবাই "উলটা ঘোর"।

      জবাব দিন
      • কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

        ইফতেখার ভাই, আমিতো উলটা ঘুইরাই ছিলাম, আপনার কমান্ড শুইন্যা আবার ঘুরতে গিয়াতো 😛
        যাহোক, সালাম ইকরাম ভাই,
        স্বাগতম ভাইয়া।
        ব্লগে সেলিব্রেটি বড় ভাইদের দেখলে মনটাই ভালো হইয়া যায়।
        অনুরোধ, বেশি কইরা লিখেন এইখানে।
        আর লাবলু ভাইয়ের কাছ থেইকা দূরে থাইকেন। 😀


        সংসারে প্রবল বৈরাগ্য!

        জবাব দিন
        • দিহান আহসান

          ভাইয়া তোর ডজারগিরি এখনো গেলো না, নাহ হইবোনা কিছু :chup:

          যাহোক, সালাম ইকরাম ভাই,
          স্বাগতম ভাইয়া।
          ব্লগে সেলিব্রেটি বড় ভাইদের দেখলে মনটাই ভালো হইয়া যায়।
          অনুরোধ, বেশি কইরা লিখেন এইখানে।
          আর লাবলু ভাইয়ের কাছ থেইকা দূরে থাইকেন। 😀 😀

          জবাব দিন
  2. ফয়েজ (৮৭-৯৩)

    বিবিসি’র ইকরাম কবীর ভাই! 😀
    স্বাগতম ভাইয়া।
    ব্লগে সেলিব্রেটি বড় ভাইদের দেখলে মনটাই ভালো হইয়া যায়।
    অনুরোধ, বেশি কইরা লিখেন এইখানে।
    আর লাবলু ভাইয়ের কাছ থেইকা দূরে থাইকেন। 😛

    😀 😀


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  3. আমিন (১৯৯৬-২০০২)

    বিবিসি’র ইকরাম কবীর ভাই! 😀
    স্বাগতম ভাইয়া।
    ব্লগে সেলিব্রেটি বড় ভাইদের দেখলে মনটাই ভালো হইয়া যায়।
    অনুরোধ, বেশি কইরা লিখেন এইখানে।
    আর লাবলু ভাইয়ের কাছ থেইকা দূরে থাইকেন। 😛

    😀 😀

    জবাব দিন
  4. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    মুন্না, লাবলু ভাই আইস্যা পড়ছে। :grr: এখনও :frontroll: শুরু করো নাই!! 😡 😡 😡 নাহ্ তোমার একদিন কি আমার! খবর আছে কইলাম। শনিবার ক্লাবে আইতাছি আবার। তখন সবার সামনে পাঙ্গা দিমু কিন্তু............. :gulli2: :gulli2: :gulli2:

    প্রেমিক প্রেমিক ভাব লইয়া থাকো কেম্নে? কবিতাটা জটিল, বড়ই জটিল।। :thumbup:


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  5. জুলহাস (৮৮-৯৪)

    স্বাগতম ভাইয়া......। :party: :guitar:
    কবিতাটি সুন্দর। :clap: :clap: :clap:
    আর, এই লাইন দুইটি আমজনতাকে সবচেয়ে বেশী আবেগাপ্লুত করেছে...

    – ২৫ আষাঢ় ১৪১৬/৯ জুলাই ২০০৯
    অভ্র’তে টাইপ করাতে সব বানান ঠিক হলো না। – ইকরাম কবীর

    :goragori: :goragori: :goragori: :goragori:

    যাই...পালাই!!!! :awesome: :awesome: :awesome:


    Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet

    জবাব দিন

মওন্তব্য করুন : রকিব (০১-০৭)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।