Rumpology

আসলে এই লেখা তাজা হলেও আইডিয়াটা গত ডিসেম্বরের। সিসিবির একজনের সাথে চ্যাট করছিলাম। বললাম নতুন বছরের রাশিফল মারকা একটা পোস্ট আসা দরকার। সিসিবির ওই ক্যাডেট আবার রম্য লেখক হিসাবে খুব নাম করে ফেলেছে। ও বললো লিখেন ভাইয়া মজা করে কিছু একটা লিখেন। কিন্তু আমি কখনোই ভাল লেখক না তার উপর আবার রম্য!! তাই আমি ফ্যাক্ট নিয়ে লিখি যেমন ফুটবল অথবা সিনেমা।এইসব লেখায় মানুষ শিল্পগুন না খুঁজে বরং ফ্যাক্ট খুঁজে। ডিফেন্স, মিডফিল্ড, স্ট্রাইকিং এর সাথে ট্যাক্টটিক্স মিশালে ৪ প্যারা হয়ে যায়; একটা লেখা দাঁড়িয়ে যায় আর সিনেমারেও কয়েকটা অংশে ভাগ করে লিখে ফেলি। কিন্তু সমস্যা হলো যেহেতু লেখালেখি করি না আর মুহম্মদের মত অনুবাদ ও করি না তাই অনেক সময় ভালো বাংলা খুঁজে পাই না। তাই আমার লেখায় ইংরেজী শব্দের বাহুল্য নিতান্তই অনিচ্ছাকৃত। যাই হোক মূল লেখার চেয়ে ভুমিকা বড় হয়ে যাচ্ছে। এটা নিতান্তই অবৈজ্ঞানিক একটা বিষয়। তাই খুব বেশী যুক্তি না খোঁজাই ভালো হবে।

Rumpology। এটা আবার কি? Rumpology হলো কোনো মানুষের পশ্চাতদেশের লাইন, ভাঁজ, খাঁজ (crevice এর বাংলা পাচ্ছি না ) দেখে কোনো দৈববানীর মতো ভবিষ্যতদেখার বিদ্যা। অনেকটা আমাদের দেশে যেভাবে হস্ত রেখা দেখে ভবিষ্যত বলে দেয়া হয়। আধুনিক বিজ্ঞানমনস্ক পাঠকরা অনেকেই হয়তো Skeptic’s Dictionary এর নাম শুনেছেন। ওইখানে অনেক অবৈজ্ঞানিক ও প্যারানরমাল occult বিষয়ের বিপক্ষে লেখা আছে। ওই বইয়েও Rumpology এর উপরে মজার মজার কথাবার্তা আছে।

.
পশ্চাতদেশ!! হয়তো এটাই দিতে পারে বেশ কিছু ক্লু। মাসুদ রানা, কিশোরপাশা, বন্ড কিংবা ফেলুদার জন্য ভেবে দেখার বিষয়।

আধুনিক Rumpologistরা দাবী করেন সেই মেসোপটেমিয়া কিংবা ভারতীয় সিন্ধু সভ্যতার আমল থেকেই Rumpology এর প্রচলন ছিলো। একালের আমেরিকান Rumpologyist জ্যাকি স্ট্যালোন(আমাদের অনেকের প্রিয় অভিনেতা রাম্বো সিলভেস্টার স্ট্যালোন এর মা) আধুনিক সমাজে Rumpologyকে আবার ব্রেক দিচ্ছেন। তার মতে মানুষের পশ্চাতদেশের বাম ও ডান ভাগ যথাক্রমে অতীত এবং ভবিষ্যতকে উপস্থাপন করে। এক্ষেত্রে এক ডিগ্রী সরেস হলেন এক অন্ধ জার্মান clairvoyant উলফ বাখ। বাখও মানব দেহের পশ্চাতদেশ নিয়ে পড়াশুনা করেছেন। তিনি দাবী করেন মানুষের নগ্ন পশ্চাতদেশ অনুভব করে তিনি ওই মানুষের ভবিষ্যত বলে দিতে পারেন। বাখের মতে আপেলের মত মাংসল, সুঠাম পশ্চাতদেশ একজন আত্মবিশ্বাসী,ক্যারিশ্ম্যাটিক, কর্মঠ,সর্বোপরি সৃজনশীল মানুষের পরিচায়ক যে জীবনকে উপভোগ করে। আর পেয়ার (Pear shaped) এর মতো লম্বাটে পশ্চাতদেশ একজন একাগ্রচিত্তের শান্ত ও অহঙ্কারহীন মানুষের পরিচায়ক। এটা এখন একটি অফিসিয়াল সত্য যে ইংল্যান্ডে মানুষের দেহের সবচেয়ে বিরক্তিকর অংশ হলো তার পশ্চাতদেশ। YouGov পরিচালিত এক জরিপে দেখা গেছে ইংল্যান্ডের ৫৭% মহিলাই তাদের বর্তমান অবস্থার চেয়ে ক্ষীনকায় পশ্চাতদেশ কামনা করে। (no wonder; জাতীয় খাবার ফিশ এন্ড চিপ্স এর এতো মাখন কোথায় জমা হয়) কিন্তু আপনি যদি জানেন একটি গোলাকার পশ্চাতদেশ প্রমান করে যে আপনি সত্যবাদী এবং যেকোনো সম্পর্কের ক্ষেত্রে একজন বিশ্বাসী মানুষ তাহলেও কি আপনি ক্ষীনকায় পশ্চাতদেশ কামনা করবেন! ইংল্যান্ডের একমাত্র Rumpologist স্যাম আমোসের মতে একটি গোলাকার পশ্চাতদেশ প্রমান করে একজন মানুষ মুক্তমনা, খুশী এবং জীবনের ব্যাপারে আশাবাদী দৃষ্টিভঙ্গির অধিকারী। অন্যদিকে ফ্ল্যাট পশ্চাতদেশ প্রমান করে একজন মানুষ দুঃখী ও নেগেটিভ চিন্তা ভাবনার অধিকারী। আর একজন স্কয়ার শেপের পশ্চাতদেশের অধিকারী মানুষ সবকিছুর চেয়ে তার career কে প্রাধান্য দেয়।

Rumpology For Dummies এই ওয়েবসাইট এর লেখক Robert Todd Carroll বলেন

‘You don’t need to have much skill at anything to enable you to ‘achieve a lucrative career in rumpology’.

আমার হাত দেখে একবার একজন বলেছিলো আমার হাতে নাকি একটা আনকমন রেখা আছে। Gurdle(বানানটা ঠিক জানিনা) of Venus। তাই আমি নাকি ব্ল্যাক ম্যাজিক, এস্ট্রলোজী ইত্যাদিকে পেশা হিসাবে নেই, তাহলে খুব নাম করবো। কিন্তু আমি এখন Rumpologist হতে চাই. বাখের মত খালি অনুভব করার বিদ্যা। (কিন্তু শুধু পরিচ্ছন্ন নারীদের। নাইলে গোদাউনের জিনিস হাতে চলে আসতে পারে)।

কিছুটা পড়াশুনা করার পর আমি আবিস্কার করলাম এইসব আসলে খুব generalised একটা ব্যাপার। স্পেসিফিক কোনো কিছু বলা হয় না। সচলায়তনে একবার পড়েছিলাম (মনে হয় কনফুসিয়াস) এক ভারতীয় শিক এর পাল্লায় পড়েছিলো। কিছুক্ষনের জন্য হলেও তা দ্বিধায় ফেলেছিলো। যাই হোক আজকাল অনেক আজগুবি জিনিসপত্র চলতেছে এই পশ্চিমা দুনিয়ায়। বেশীরভাগ ক্ষেত্রেই তারা প্রাচীন ভারতীয় সভ্যতাকে টেনে আনে। ইদানীং আরেকটা জিনিস পড়লাম; তা হলো Iridology। হাত,পা এর পাতা, পশ্চাতদেশের পর চোখ। চোখের দিকে তাকিয়ে এর নার্ভ এর মানচিত্রের দিকে তাকিয়ে নাকি সব বলে দেয়া সম্ভব। Iridology হলো iris study করার বিদ্যা। iris এর রঙ আর প্যাটার্ণ একটা চার্টের সাথে মিলানো হয়। চার্টের বিভিন্ন অংশ শরীরের বিভিন্ন অংশের উপস্থাপন করে। Iridology দাবী করে পেটের হজমের সমস্যা থেকে শুরু করে ঘাড়ের ব্যাথা সব কিছুই খুঁজে বের করতে পারে।

সত্যি কি বিচিত্র এই দুনিয়া। কত কত আজব জিনিস যে জানার আছে!!!

১৭ টি মন্তব্য : “Rumpology”

  1. শওকত (৭৯-৮৫)

    দিলা তো সবর্নাশ কইরা। এখন ভিজিউলাইজ করার চেষ্টা করতাছি। কিন্তু সবাই এক সাথে আইসা হাজির হইতাছে, এক লাইনে দাঁড় করাইতে পারতাছি না।
    আবার প্রথম থেকে শুরু করি তাইলে।

    জবাব দিন
  2. মুহাম্মদ (৯৯-০৫)

    ইউরোপ-আম্রিকার মানুষদের আসলেই অনেক অবসর। নইলে এত আজগুবি নিয়ে ওরা কিভাবে সময় কাটায়? দুঃখের বিষয় হল অনেকে আবার এইসব বিশ্বাসও করে। গত পরশুই বিফোর সানরাইজ আর বিফোর সানসেট সিনেমা দুইটা দেখলাম। দেখে মুগ্ধ হয়েছি। কিন্তু এখানে তো আর মুভি নিয়ে আলোচনা শুরু করতে পারি না। একটা বিষয় উল্লেখ করি:
    বিফোর সানসেট সিনেমার এক পর্যায়ে নায়িকা বলে:
    "আইনস্টাইন নাকি বলেছিলেন If you don't believe in any kind of magic or mystery you're basically as good as dead"
    অবশ্যই আইনস্টাইন এমনটি কখনও বলেননি। ডিরেক্টর ইচ্ছে করেই এই misquote টি যোগ করেছেন। কারণ, সত্যি বলতে মানুষ ঠিক এই কারণেই কুসংস্কারাচ্ছন্ন হয়। সত্যিই তো, যখন কেউ অনেক বিপদে পড়ে তখন মিরাকলের আশা করে। এভাবেই জীবন কাটানোর জন্য অনেকে কুসংস্কারে বিশ্বাস করে। এটা করতে গিয়ে অনেকে আইনস্টাইনের misquote করার মত ভুয়া কাজগুলোও করে, সজ্ঞানে বা অজ্ঞানে।

    তবে Rumpologist হইতে পারলে নিঃসন্দেহে কোন লস নাই। যে ছবি একখান দিছেন। আশাকরি, আপনি বড় হয়ে প্রতিষ্ঠিত Rumpologist হতে পারবেন। 😉

    জবাব দিন
  3. কতো রঙ্গো জানোরে মানুষ। 😀

    আমি এখন Rumpologist হতে চাই. বাখের মত খালি অনুভব করার বিদ্যা। (কিন্তু শুধু পরিচ্ছন্ন নারীদের। নাইলে গোদাউনের জিনিস হাতে চলে আসতে পারে)।

    :khekz: :khekz:

    আচ্ছা এহসান ভাই, একটা নির্দোষ প্রশ্ন, Rumpology বা Rumpologist এর ভালো বাংলা কি হতে পারে? াছাবিদ্যা ? াছাবিশারদ? 😉

    জবাব দিন
  4. ফয়েজ (৮৭-৯৩)

    আমি একটা বিদ্যা চালু করুম ভাবতেছি 😀

    বুক দেইখ্যা বইলা দিমু কার হাজবেন্ড ক্যামন হইব। এইটার চিটাগাং অফিস আমি চালামু, আর তোমারে দিমু ইংল্যান্ডের পোষ্ট। ঢাকায় একটা খুলবার পারি, যদি লোক পাই 😉

    অফটঃ লিভারপুল ঘোল খাওয়ায় দিল চেলসিরে তুমি কিছু পোষ্ট দিলা না, খুব আশা করছিলাম।
    আমি অবশ্য ভাবি নাই তুমি অন্য কিছু নিয়া ব্যস্ত আছ।


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন

মওন্তব্য করুন : টিটো রহমান (৯৪-০০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।