কিছু ছবি আর একটা ভিডিও

জুন মাস আমার খুব প্রিয় একটা মাস। ইংল্যান্ডে আসার পর ব্যাপারটা আরো পোক্ত হয়েছে। কারন বছরের সেরা আবহাওয়া থাকে জুন মাসে।খালি টি-শার্ট আর ফ্লিপ ফ্লপ পড়ে অফিস করা যায়। বিশাল বড় দিন (খালি ফজরের নামাজ পড়তে হালুয়া টাইট হয়ে যায়)। অফিস থেকে বের হবার পড়েও অনেকক্ষন দিনের আলো থাকে। বাজারে প্রিয় ফল আমের আমদানী ঘটে। বাসায় ফিরবার পর আমের জুস খেতে খেতে বউ এর আজাইর‌্যা প্যাচালও সহনীয় হয়ে উঠে। জুন মাসেই আমার জন্মদিন। আমি ছাড়াও আমাদের যৌথ পরিবারের আরো পাঁচ জন জুন মাসেই জন্মদিন পালন করে। চারিদিকে BBQ আর পার্টি পার্টি ভাব। বছরে এই সময় প্রতি এক বছর পর পর ফুটবলের একটা বড় টূর্নামেন্ট থাকে। উইম্বলডন শুরু হয়। সকালে ঘুম থেকে উঠে পেপারে শারাপোভা কিংবা সানিয়া মীর্জাদের দেখে মন ভালো হয়ে যায়। রাস্তায় স্বল্প বসনা নারীরা খিল খিল করতে করতে হেঁটে যায়। শেডস আড়ালে ড্যাব ড্যাব করে তাকায়া থাকলেও ওরা টের পায় না।

যাই হোক এইটা হলো ফটো ব্লগ। তাই আর কথা না, ফটো দেখেন।

.একুশে জুন বছরের সবচেয়ে বড়দিন। এইদিন স্টোন হেঞ্জে বহুত মানুষ সূর্যদোয় দেখতে যায়। ২০০৬ এ আমিও গেসিলাম স্টোন হেঞ্জে। আমার কাছে দারুন লেগেছিলো জায়গাটা।

.দিনের বড় আপসেট। উইম্বলডনের সব মজা শেষ করে দিয়ে শারাপোভা বিদায় নিয়ে নিলো।

.দিনের সবচেয়ে বিরক্তিকর কিছু সময় নষ্ট করে স্পেন কনফেডারেশন কাপ থেকে বাদ। চামে ব্রাজিল আবার চ্যাম্পিওন হইবো।

.মূল ছবি। রাশিয়ান চিত্রকর দিমিত্রি ভ্রুবেল প্রাক্তন সোভিয়েত নেতা লিওনিদ ব্রেজনেভ আর প্রাক্তন পূর্ব জার্মানীর নেতা এরিখ হনখের এর এই ছবিটা এঁকেছেন।
.বার্লিন প্রাচীর ভেংগে ফেলার ২০ বছর পূর্তি হবে এই নভেম্বরে। প্রাচীরের টিকে থাকা অংশে ছবিটা আছে।

.বন্যা খালি আমাদের দেশের অবিচ্ছেদ্য অংগ না। আমি ইংল্যান্ড আসার পর দেখলাম অস্ট্রিয়াতে প্রতিবছরই বন্যা হচ্ছে।

ট্রেন্ট ব্রিজট্রেন্টব্রিজে বাংলাদেশ ভারতের খেলা দেখতে গিয়েছিলাম। শনিবারে খেলা থাকায় রেস্ট্রুরেন্টে কর্মরত বাইসাবরা আসে নাই। লন্ডনের ছাত্র সমাজ ভেবেছিলো সুপার এইটের খেলা তো লর্ডসেই দেখা যাবে অযথাই শুধু শুধু নটিংহ্যাম গিয়ে কি হবে তাই তারাও বেশী আসে নাই। পুরা গ্যালারীর মাত্র ৫% ছিলো বাংলাদেশী সমর্থক। চারদিকে হাজারো ভারতীয় সমর্থকদের মাঝে যতক্ষন পেরেছি চিৎকার করেছি। টিভি থেকে ফ্রিজ করা আমার ফটো দেখলেই বুঝা যাবে কি রকম বিরুপ পরিস্থিতিতে খেলা দেখেছি।

এই ভিডিওটা শেয়ার করার জন্যই আজকে ব্লগটা লিখছি। সকাল বেলা খবরে অবাক করা ক্লিপটা দেখে স্তব্ধ হয়ে গেছি। ভাগ্য মনে হয় একেই বলে!!

অত্যন্ত সচেতন ভাবেই শারাপোভার সেই রকম ছবি কিংবা বিলেতের গ্রীষ্মের ছবিগুলা এড়িয়ে গিয়েছি। আমার বিগত পোষ্টের কারনে ব্লগে আমার মত সূফী মানুষের ভাবমূর্তি একটু অন্যরকম হয়ে গেছে। 🙁 নিতান্তই সাদামাটা ছবি দেখে কেউ হতাশ হলে আমি দুঃখিত।

৩,৩৭১ বার দেখা হয়েছে

৩০ টি মন্তব্য : “কিছু ছবি আর একটা ভিডিও”

  1. দিহান আহসান

    ভাইয়া, আমিও খবর টা দেখেছি আজকে বিকালে।
    সকালে উঠে আমার নেটের কানেকশনে ঝামেলা হওয়াতে, সিসিবি তে ও আস্তে পারিনি। 🙁
    এই সুযোগে তাইফুর ভাইয়া প্রথম হয়ে গেল :bash:

    জবাব দিন
  2. রকিব (০১-০৭)

    ছবি ব্লগে শারাপোভার এরূপ ছবি দেয়ায় এহসান ভাইয়ের ব্যাঞ্চাই। :((

    বাসায় ফিরবার পর আমের জুস খেতে খেতে বউ এর আজাইর‌্যা প্যাচালও সহনীয় হয়ে উঠে।

    এই লাইনটা যদি একবার ভাবী দেখতো :duel: :duel:
    রাখে আল্লাহ মারে কে, ছেলেটার একটুও কাটলো না 😮 😮


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  3. মইনুল (১৯৯২-১৯৯৮)

    খুবই শকিং ভিডিও এহসান ভাই।
    ঘুম ঘুম চোখে খেলা দেখেছি, স্পেনের ঝামেলা কোথায় বাধলো বুঝতে পারিনি। খালি মনে আছে, ইউ এস মোটামুটি শক্ত ডিফেন্স রেখে খেলে গোল বের করে নিসে।

    জবাব দিন
  4. তানভীর (৯৪-০০)

    ভিডিওটা দেখে টাশকি খেয়ে গেলাম এহসান ভাই। এরেই বলে "রাখে আল্লাহ, মারে কে"!
    স্পেন হেরে যাওয়ায় ব্রাজিল-স্পেন খেলাটা মিস্‌ করলাম।
    BBQ খেতে মন চায়। 🙁 🙁

    জবাব দিন
  5. ফয়েজ (৮৭-৯৩)

    স্পেন হারছে নাকি? কি তামাশা, খবরও রাখি না, ভাবছিলাম স্পেন ব্রাজিল ম্যাচটা জমায় দেখবো।

    তোমারে কত বার কইলাম স্পেন হইলো গিয়া চোকার। কি কি সব প্লেয়ার নাম কইয়া আমারে জ্ঞান দিলা।

    তুমি আমার কোন কথাই দেখি পাত্তা দাও না।


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  6. শার্লী (১৯৯৯-২০০৫)

    আমার খুব পছন্দের কয়েকটা ফুটবল দল আর একতা ক্রিকেট দল আসলেও চোকার।
    ফুটবলঃ ১. স্পেন, ২. হল্যান্ড, ৩. পর্তুগাল এবং ৪. আর্র্জেন্টিনা।
    ক্রিকেটঃ সাউথ আফ্রিকা।

    ভিডিওতা দেখে পুরা টাশকি খাইয়া গেলাম।

    জবাব দিন
  7. কামরুল হাসান (৯৪-০০)

    ভিডিওটা দেখে দুঃখ পাওয়া উচিত। কিন্তু আমার কেন জানি হাসি চলে আসলো।
    পিচ্চি পোলাডার আজরাইলরে দেখার সুযোগ হইছে 😀


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  8. সানাউল্লাহ (৭৪ - ৮০)
    অত্যন্ত সচেতন ভাবেই শারাপোভার সেই রকম ছবি কিংবা বিলেতের গ্রীষ্মের ছবিগুলা এড়িয়ে গিয়েছি। আমার বিগত পোষ্টের কারনে ব্লগে আমার মত সূফী মানুষের ভাবমূর্তি একটু অন্যরকম হয়ে গেছে।

    ধন্যবাদ এহসান। ভাবমূর্তিটাই আসলে গুরুত্বপূর্ণ। :grr: জীবনে বাকি সব ফাঁকা!! 😀 তাই একে রক্ষা করে যেতেই হবে।


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন

মওন্তব্য করুন : হাসান (১৯৯৬-২০০২)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।