“পাঙ্কু মিঁয়ার চেঙ্কু গল্প”

সব দিনই যাবে ভালো
এও কখনো হয়?
পাঙ্কু মিঁয়ার চেঙ্কু গল্প
এই কথাটাই কয়!

আগে ছিলো ছাত্রদলে
এখন করে লীগ
উপরি আয় ছিল যে ঢের
লিঙ্কটা অনেক বিগ।

কোন দুখেতে পল্টি দিল
লীগের আরেক দলে?
সেই দলের তো নাই কোনো বেইল
পড়ছে অথৈ জলে।

একে একে শুনুন এবার
কি হলো যে তার
ফাইস্যা গিয়া মাইনকা চিপায়
ছিঁড়লো মাথার তার।

ভীষণ রকিং জিএফ দিলো
খবর খুবই শকিং
নিউ রোমিও লেগেছে ভালো
তাকেই দিবে বুকিং।

পকেটমারে মারল পকেট
চোরে কাটলো তার
মিলছে এবার ধীরে ধীরে
দুইয়ে দুইয়ে চার।

গ্যাস বিলটা দেয়নি জুনে
মে’তে কারেন্ট বিল,
দোকানদার ও শাসায় এখন
করছে খারাপ ফিল!

দিনে রাতে মাঝদুপুরে
করতো ধান্দাবাজি
পাপ ছাড়ে না বাপকে কারো
লাগবা নাকি বাজি?

২,৮৬৩ বার দেখা হয়েছে

৩৮ টি মন্তব্য : ““পাঙ্কু মিঁয়ার চেঙ্কু গল্প””

  1. মুসতাকীম (২০০২-২০০৮)

    মামা আরো লেখা দেও


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন

মওন্তব্য করুন : রকিব (০১-০৭)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।