চলছে যেমন চলবে তেমন

চলছে যেমন চলবে তেমন
রবিউল ইসলাম

চলছে যেমন চলবে তেমন
আজব এই দেশটাতে
যার যা খুশি করছে সবাই
টানছি মিলে পশ্চাতে।

গাড়ির নিচে পড়ছে কেউবা
কেউবা চাপা ভবন ধ্বসে
জানটা নিয়ে বাঁচবো নাকি
এই হিশেবই করছি কষে।

ট্র্যাফিক জ্যামে বসে বসে
বয়সটা ভাই যাচ্ছে বেড়ে
বাসে উঠলে তাকিয়ে দেখি
যমদূতটা আসছে তেড়ে।

সিএঞ্জি তে যাবেন নাকি?
আছেন রাজি চুক্তিতে?
দ্বিগুন ভাড়া নিচ্ছে যারা
তারাই আছে ফুর্তিতে।

দিনবদলের বলছি কথা
মানছি নাতো মন দিয়ে
আগুন মাঝে পুড়ছে জীবন
ঢাকছি মাছ শাক দিয়ে।

ঘুমের ঘোরে স্বপ্ন দেখি
একটি সোনার বাংলাদেশ
লোডশেডিং এ ঘুম ভেঙ্গে যায়
হাপিত্যেশ এর নেইকো শেষ।

চলছে যেমন চলবে তেমন
শত হলেও বাংলাদেশ
যে যা পারিস লুটে নে ভাই
পাবি কোথায় আর এমন দেশ!

২,১৯০ বার দেখা হয়েছে

২৮ টি মন্তব্য : “চলছে যেমন চলবে তেমন”

  1. মেহেদী হাসান (১৯৯৬-২০০২)
    ঘুমের ঘোরে স্বপ্ন দেখি
    একটি সোনার বাংলাদেশ
    লোডশেডিং এ ঘুম ভেঙ্গে যায়
    হাপিত্যেশ এর নেইকো শেষ।

    চরম হয়েছে :khekz:

    ভাই বুঝতার্ছিনা আপনি সিনিয়র না জুনিয়র। নামের পাশে কলেজে অবস্থানের সময়টা জুড়ে দিয়েন। প্রথম ব্লগ লিখলেন, ব্লগিং এ স্বাগতম। এখন নিশ্চয় থেমে না থেকে লিখতেই থাকবেন। কিন্তু ব্লগে কিছু নিয়ম কানুন আছে, আপনি সিনিয়র হইলে আমি ভাগতেছি, আপনার সিনিয়ররা এসে ব্যবস্থা নিবেন। যদি জুনিয়র হন, "হালার পো, এতক্ষন মধুর কথা কইলাম ফাও ফাও? শুরু কর :frontroll: আজীবনতক... 😡

    জবাব দিন
  2. নাজমুল (০২-০৮)

    রবি আমার ব্যাচ মেট খুব দুষ্টূ একটা ছেলে ওরে অনেক্ষণ শাস্তি দেয়ার অনুরোধ রইলো 😀

    রবি সামি ভাইকেও নিয়ে আয় 🙂
    ব্লগে স্বাগতম 😉
    ০২-০৮ ব্যাচের যে হারে মেম্বার বাড়তেসে B-)

    জবাব দিন
  3. রকিব (০১-০৭)

    কবিতা পড়ে মজা পাইছি মিয়া। চালিয়ে যাও ভাই।
    শুধু শেষ পংতিটা নিয়ে একটা আপত্তি ছিল (যদিও জানি তুমি ওটা কবিতায় ঠাট্টাচ্ছলেই বলেছো); চলছে যেমন তেমনটাই চলবে- এটা পড়ে মন খারাপ হয়ে গেল। কথাটা হয়তো ঠিকই, তারপরো আশা রাখি- বদলাবে, একদিন ঠিকই বদলাবে।


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  4. মুসতাকীম (২০০২-২০০৮)

    মামা ব্লগে স্বাগতম। জোস লিখছোস :clap: :clap: :clap:


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন

মওন্তব্য করুন : সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।