জলজ

চট্টগ্রামে পানির ধারে আমার বড় হওয়া। শহরের ভেতরেই ফয়েজ লেক, পা বাড়ালেই কর্ণফুলীর তীর আর পতেঙ্গা সৈকত, একটু দূরে কাপ্তাই লেক, কক্সবাজার, টেকনাফ, উখিয়া — কত দিন যে কেটেছে এসব জায়গায়! পানির সেই টান এখনো ছাড়েনি। ভাগ্যক্রমে সহধর্মিনীরও একই নেশা। বেড়ানোর  সুযোগ পেলেই আমরা খুঁজে বের করি পানির কাছাকাছি কোন জায়গা। ঘুরতে গিয়ে এমন বিভিন্ন জলাশয়ের পাশে তোলা ছবি জোর করে জুড়ে দিয়ে তৈরি এই  এলেবেলে জলজ প্রেমের ছবিগল্প।

একাকী বালক বসে ভাবে…সে কি আসে, সে কি আসে!

DSC_9842a_2014 small

সে কি আসে, সে কি আসে? (ফিলাডেলফিয়া, ২০১২)

 

বালিকা ছিল সাগর পাড়ে। মন তার হংস বলাকার পাখায় যায় উড়ে।

DSC_5814a

মন মোর হংস বলাকার পাখায় যায় উড়ে (ব্রাইটন, ২০১০)

 

সাগরের তীর থেকে  মিষ্টি কিছু হাওয়া নিয়ে  উড়ে আসা গাংচিল বুলিয়ে যায় যাদুর পরশ…

DSC_6542b

সাগরের তীর থেকে (বেলমার, ২০১০)

 

অবশেষে  লাজুক বালকের মুখে ফোটে— শোন শোন, কথাটি শোন!

DSC_0929c

কথাটি শোন! (বেল্টজভিল পার্ক, ২০১২)

 

আমার ছোট তরী, বল যাবে কি?

DSC_3145c

আমার ছোট তরী (বেল্টজভিল পার্ক, ২০১৫)

 

ঝিলমিলিয়ে হেসে উঠে বালিকা বলে, যদি তুমি পাশে থাক!

5335798358_12e5a8447d_o

যদি তুমি পাশে থাক! (কক্সবাজার, ২০১০)

 

তারপর? তারপর খেলাঘর বাঁধতে লাগে তারা মনের ভিতরে।

DSC_2253c_2014

খেলাঘর বাঁধতে লেগেছি… (ওশেন সিটি, ২০১৩)

 

গল্প শেষ হয় একে অপরকে পাওয়ায় সব ভাল লাগা দিয়ে।

DSC_1074a3_2014 small

সব ভাল লাগছিল তুমি ছিলে তাই (বেল্টজভিল পার্ক, ২০১২)

 

___________________________________________

একটি জলজ বিদায়…

লিবার্টি আইল্যান্ড বেড়িয়ে ফেরার সময় হাডসনের এই ছবিটা তুলেছিলাম। তার ঠিক এক সপ্তাহ পর, ২৬ অক্টোবর ২০১৩, আমাদের নাবিক বন্ধু মফজল (ফকক, ১৯৮৪-‘৯০) থাইল্যান্ডের এক বন্দরে জাহাজেই মারা যায়।  ঐ পারে আমাদের প্রথম যাত্রীর  জন্য…

DSC_2406e_small

মাঝি বাইয়া যাও রে (নিউ ইয়র্ক, ২০১৩)

২,৪০৯ বার দেখা হয়েছে

১১ টি মন্তব্য : “জলজ”

  1. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    দোস্ত,
    ছবিগুলোর সাথে আগে থেকেই তো আত্মীয়তা হয়ে আছে। বিশেষত প্রথমটা নিয়ে যখন দুচার লাইন লিখেছিলাম।
    শেষ ছবিতে এসে থম মেরে গেলাম। নিজেরাও তো ছবি হয়ে যাবার দিকে এগিয়ে চলেছি।

    ছবিগুলো সাজাইছিস দুর্দান্ত করে। :clap:

    জবাব দিন
  2. ইশহাদ (১৯৯৯-২০০৫)

    দুর্দান্ত লাগল! :clap: :thumbup: :party: :hatsoff: :gulli:

    অটঃ ফয়েজ লেকের কথা শুনে ফয়েজ ভাইর কথা মনে পড়ল। লোকটা কি হারায়ে গেল? 😕



     

    এমন মানব জনম, আর কি হবে? মন যা কর, ত্বরায় কর এ ভবে...

    জবাব দিন

মওন্তব্য করুন : নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।