স্টোলেন কিস: একটি হাইকু

কিছুদিন ধরেই ওয়েট করছিলাম এফসিসির ৯৯তম পোস্ট এর জন্য, সানা ভাই এর চোখে না পড়লে ১০০তম পোস্টটা আমারই হতে যাচ্ছে। :awesome:

এই হাইকুটা পরে কখনো শেয়ার করব ভেবেছিলাম, কিন্তু এর থেকে ভালো সময় মনে হয় হবে না। ইন্ডিয়ান হাইকু সোসাইটির আমন্রণে আমি গত বছর ব্যাংালোরে ৯ম বিশ্ব হাইকু উতসবে যোগ দেই। সকল হাইকু লেখক তিনটি করে হাইকু জমা দেন এবং সেখান থেকে সেরা দশ হাইকুকে পুরস্কার দেয়া হয়। আমার এই হাইকুটি সেই সেরা দশে স্থান পেয়েছিল। 🙂

spring moon
sole witness of
the stolen kiss

৩,৫৫৪ বার দেখা হয়েছে

৫৪ টি মন্তব্য : “স্টোলেন কিস: একটি হাইকু”

  1. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    এতদিন ধইরা প্রিপারেশন নিয়া রাখছিলাম এফ সি সি'র ১০০ নাম্বার পোস্ট টা ক্যাপচার করুম 😡 😡 কিন্তু আমার হাউজের পোলাটার লাইগাই পার্লাম্না 😡 😡
    তিন লাইনের হাইকু পরে, আগে তিন ঘন্টা লং আপ হয়া থাক :grr: :grr:


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  2. কামরুল হাসান (৯৪-০০)

    এফ সি সি’র ১০০ না বইলা 'লাবলু ভাই একাই ১০০' বলা উচিত। বাকিরা সবাই তো দুধভাত। :grr: :grr: :grr:

    ১০০ এবং হাইকু'র শুভেচ্ছা :thumbup:


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  3. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    ফৌজদারহাটের সেঞ্চুরি শেষ পর্যন্ত !!! :clap: :clap: :clap:

    হাইকু তপু বুঝবনে। কিন্তু সেঞ্চুরিটা মাইরা আমারে এসএমএস কিল্ল্যাইগ্যা? 😡 😡 😡 লং আপ তিন দিন, জলদি! অ্যাডজুটেন্ট রেস্টে আছে, কাইয়ুম গুনাগুনতি তুমিই করো। 😀


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  4. হাসান (১৯৯৬-২০০২)
    stolen kiss ——– হুমমমমম …………… সুন্দর করে ব্যাখ্যা করতো ভাই ব্যাপারটা কেম্নে ঘটায় ………

    ভাই আয়োজকরা ফেস্টিভালটা ইচ্ছা করেই পূর্ণিমার সময় করছিল :gulli: , আর ফেস্টিভালটা হয়েছিল একটা আশ্রমে। আমাদের থাকার ছোটো ছোটো বাংলো গুলো ছিল পাহাড়ের উপর 😀 বুঝতেই পারতেছেন কেমনে এইসব ছাইপাশ লেখা বের হইছে।

    জবাব দিন

মওন্তব্য করুন : মাসরুফ (১৯৯৭-২০০৩)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।