ফ্যান্টাসী ফুটবল : ইংলিশ প্রিমিয়ার লিগ ২০১০-১১

ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু হতে এখনো প্রায় এক মাস বাকি। মাত্র শেষ হল বিশ্বকাপ, ফুটবল পাগলদের কাছে এই এক মাসের প্রতিটা দিন যেন এক এক বছর 😛 কষ্ট একটু কমানোর জন্য এখনি নেক্সট সিজনের জন্য আপনার টিম কেমন হবে সেটা নিয়ে গবেষণা শুরু করে দিতে পারেন এইখানে http://fantasy.premierleague.com/

সিসিবিয়ানদের জন্য লিগ “সিসিবি” র কোড নম্বর 4689-2513. সবাই দলে দলে জয়েন করে ফেলেন।

বিস্তারিত নিয়ম কানুন পাবেন এহসান ভাইয়ের (৮৯-৯৫) এই পোস্টে

http://www.cadetcollegeblog.com/ehsan/13374#comments

১৮ টি মন্তব্য : “ফ্যান্টাসী ফুটবল : ইংলিশ প্রিমিয়ার লিগ ২০১০-১১”

  1. তাইফুর (৯২-৯৮)

    গত কয়েক টার্মে ওস্তাদ, প্রথম রাইত বা শেষ রাইত ... কুনো রাইতেই তেমন কুনো মাইর দিতে পারে নাই।
    এইবার দিবে ...
    সেই রকম টিম বানাইছি এইবার ... মু হা হা হা হা


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  2. এহসান (৮৯-৯৫)

    মাশকেরানো বার্সেলোনায় যাইতেসে। হেল্ব আর ফেঞ্চ গিনিয়াক আইতাসে লিভারপুলে।

    ফ্যান্টাসীতে সবাই এত লাফায় কেন বুঝি না। যতই সাসুরাল গেন্দা ফুল দেখি না কেনো...... চ্যাম্পিওন আমি হবোই। 🙂

    জবাব দিন
  3. হাসান (১৯৯৬-২০০২)

    হুমমমম, ফার্স্ট রাউন্ড শেষে ১০ এ ছিলাম, সেকেন্ড রাউন্ডেই খেল দেখায়ে দিছি 😀 তবে কামরুল ভাই মনে হয় এইবার ফার্স্ট হয়ে যাবে, ক্যারল আর নোলান আছে উনার টিমে

    জবাব দিন

মওন্তব্য করুন : তাইফুর (৯২-৯৮)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।