ক্যাস্ট্রল ফিফা ওয়ার্ল্ড কাপ প্রেডিকশন চ্যালেন্জ

ফ্যান্টাসি ফুটবলের মত প্রেডিকশন গেমেও একটা লিগ হওয়া দরকার, কি বলেন সবাই?

ফিফার ওয়েবসাইটে ফ্যান্টাসি ফুটবল লিগের জন্য রেজিস্টার করা থাকলেই চলবে, নতুন করে করার দরকার নাই।

আমাদের লিগ কোড 82255-3965

খেলার নিয়ম এইখানে http://en.castrol.predictor.fifa.com/M/rules.mc

পুরস্কারগুলো দেখে নিতে পারেন এইখানে http://www.fifa.com/games/worldcuppredictor/prizes.html

৯০৫ বার দেখা হয়েছে

৫ টি মন্তব্য : “ক্যাস্ট্রল ফিফা ওয়ার্ল্ড কাপ প্রেডিকশন চ্যালেন্জ”

  1. ইফতেখার (৯৫-০১)

    খেলার নিয়ম খুবই সহজ ... প্রতি ম্যাচে জয়ী বা ড্র সিলেক্ট (প্রেডিক্ট) করবেন। প্রতি রাউন্ডে একটা জোকার ম্যাচ সিলেক্ট করতে পারবেন যেটায় আপনাকে দ্বিগুন পয়েন্ট দেয়া হবে।

    যদি আন্ডারডগ সিলেক্ট করেন তাহলে বেশি পয়েন্ট। যেমন: ব্রাজিল - কোরিয়ার খেলায় যদি আপনি কোরিয়া জয়ী সিলেক্ট করেন (এবং তাই হয়) তাহলে ৯৬ পয়েন্ট পাবেন, ড্র করলে ৯৯ পাবেন, আর যদি ব্রাজিল সিলেক্ট করেন তাহলে মাত্র ৫ পয়েন্ট পাবেন। সুতরাং দুটোদল র্যাংকিংএ যত দুরে পয়েন্টের ব্যবধান তত বেশি। সেভাবেই হিসেব করে জোকার সিলেক্ট করবেন, যেমন ব্রাজিল-কোরিয়ার ম্যচ যদি আপনি জোকার (বোনাস) ম্যচ হিসেবে সিলেক্ট করেন (এবং কোরিয়া জয়ী হবে ধরে নেন 😉 😉 এবং তাই হয়) তাহলে আপনি ৯৬*২ = ১৯২ পয়েন্ট পেলেন, ড্র সিলেক্ট করলে ১৯৮ পয়েন্ট পেলেন, ব্রাজিল জয়ী হলে পেলেন মাত্র ১০।

    জবাব দিন

মওন্তব্য করুন : ইফতেখার (৯৫-০১)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।