মাসুম ভাইকে অভিনন্দন

প্রথম আলোর বিজনেস এডিটর শওকত হোসেন মাসুম ভাইকে (বিসিসি, ৭৯-৮৫) অভিনন্দন ঢাকা রিপোর্টারস ইউনিটির বর্ষসেরা অর্থনৈতিক রিপোর্টের পুরস্কার জেতায় :hatsoff:

ক্যাডেটরা আসলেই পাথরায় :gulli2:

খাওয়াচ্ছেন কবে মাসুম ভাই? :awesome:

আজকে কি মাইলফলকের দিন নাকি? শততম পোস্টের পর ফৌজদারহাটের দ্বিশততম পোস্টটাও দেখি এই অধমের :goragori:

কি বলেন কাইয়ুম ভাই? :gulti:

২,৯১৮ বার দেখা হয়েছে

৪২ টি মন্তব্য : “মাসুম ভাইকে অভিনন্দন”

  1. দিহান আহসান

    অভিনন্দন মাসুম ভাইয়া 😀

    কালকেই দেখছিলাম ফৌজদারহাট ১৯৯ তে এসে আটকে আছে, ভাইয়াকে লিখতে বলব, কিন্তু তার আগেই দেখি হাসান মিয়া লিখা দিসো। যদিও ফাঁকিবাজি পোষ্ট ;))

    কি বলিস ভাইয়া? :grr:

    জবাব দিন
  2. কামরুল হাসান (৯৪-০০)

    অনেক অভিনন্দন, মাসুম ভাই।
    ডিআরইউ ইকেলশনে খাড়াইছেন নাকি? 😛


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  3. রেজওয়ান (৯৯-০৫)

    অভিনন্দন মাসুম ভাই :hug:
    খাওয়াচ্ছেন কবে? :dreamy:
    ডিআরইউ ইকেলশনে খাড়াইছেন নাকি? ;))
    আমাদের কিছু অর্থনীতি শিক্ষা দেন :((
    সবার থিকা এট্টু এট্টু কইরা নিলাম 😛

    জবাব দিন
  4. ফয়েজ (৮৭-৯৩)

    পোলাপাইন এত খাদক হইলো কবে থিকা, খালি খাইতে চায়, আজিব 😕

    সবাই খায়, আর খাওয়ার পরে মাস্ফুর দিকে ট্যারা চোখে তাকায়, ভাবখানা সব মাস্ফু খাইছে, আর সে শুধু চাইয়া চাইয়া দেখছে, নাহ ইনসাফ ব্যাটা আসলেই দিহানের বাড়িত গেছে গা। 🙁

    অভিনন্দন মাসুম ভাই, আমারে কিছু খাওয়ানোর দরকার নাই, বরং আপনি কিছুমিছু খাইয়া নিয়েন আপনাগো ক্যান্টিন থাইক্কা।


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  5. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    অভিনন্দন মাসুম ভাই। কেক-পেপসিতে হইবো না, আমরা এইবার ভেজা পার্টি চাই। কামরুল, রবিন আরো জানি কে কে আছে- সবাইরে নিয়া আমরা ক্লাবের তিনতলায় শ্যাম্পেনের বোতল খুলতে চাই। প্রমাণ করেন আপনি কঞ্জুষ না!! :grr: :grr: :grr:


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  6. টিটো রহমান (৯৪-০০)

    অভিনন্দন মাসুম ভাই :hug:
    খাওয়াচ্ছেন কবে? :dreamy:
    ডিআরইউ ইকেলশনে খাড়াইছেন নাকি? ;))
    আমাদের কিছু অর্থনীতি শিক্ষা দেন :((
    রোজোয়ানের কাছেই সবার লেখার এট্টু এট্টু পাওয়া গেলো 😛


    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

    জবাব দিন
  7. শওকত (৭৯-৮৫)

    অভিনন্দন মাসুম ভাই :hug: খাওয়াচ্ছেন কবে? :dreamy: ডিআরইউ ইকেলশনে খাড়াইছেন নাকি? ;))
    আমাদের কিছু অর্থনীতি শিক্ষা দেন :(( রোজোয়ানের কাছেই সবার লেখার এট্টু এট্টু পাওয়া গেলো 😛

    হাসানরে থ্যাংকস।

    ফয়েজরেও থ্যাংকস

    অভিনন্দন মাসুম ভাই, আমারে কিছু খাওয়ানোর দরকার নাই, বরং আপনি কিছুমিছু খাইয়া নিয়েন আপনাগো ক্যান্টিন থাইক্কা।

    আমি তো মনে করি তাঁর একজন শিষ্য পুরস্কার পাইছে। এইজন্য লাবলু ভাইয়েরই খাওয়ানো উচিৎ।

    লাবলু ভাই খাওয়াইবেন কবে?? 😛 😀
    জলদি আওয়াজ দেন।

    জবাব দিন

মওন্তব্য করুন : নাজমুল (০২-০৮)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।