ফেডারেশন কাপের শিরোপা ঘরে তুলল মোহামেডান

টাইব্রেকারে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে ৪-১ গোলে হারিয়ে ২০তম সিটিসেল ফেডারেশন কাপের শিরোপা ঘরে তুলেছে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। :awesome: :awesome: :awesome:

মোহামেডানকে অভিনন্দন। :guitar: :guitar: :guitar:

অভিনন্দন আবাহনীকেও।

৩,৪৫৩ বার দেখা হয়েছে

৪২ টি মন্তব্য : “ফেডারেশন কাপের শিরোপা ঘরে তুলল মোহামেডান”

  1. কামরুল হাসান (৯৪-০০)

    এইটা কোন ধরনের বদমাইশি! টি-২০ ক্রিকেটে যে সেমিফাইনাল থেইকা বিদায় কইরা দিলাম সেইটা কিছু কইলি না ক্যান? :grr:

    যাউজ্ঞা, মোহামেডানকে একই সঙ্গে ফুটবলের জন্যে অভিনন্দন এবং ক্রিকেটের জন্যে সমবেদনা।

    আবাহনী রক্স। 🙂


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  2. আহসান আকাশ (৯৬-০২)

    অভিনন্দন মোহামেডানকে... গা গরমের টুর্নামেন্টের শিরোপা জেতার জন্য। :clap: :clap:

    ২৫ তারিখ থেকে বি লীগ শুরু হচ্ছে ( যেটায় আবাহনী গত তিন বারের চ্যাম্পিয়ন) ... দেখা হবে।


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  3. পোস্টটি সিসিবির পবিত্র অঙ্গনে সাম্প্রদায়িকতার বিষবাশপ ছড়াচ্ছে-এ ব্যাপারে এডু মডু প্রিন্সূ স্যারের দৃষ্টি আকর্ষণ করছি :-B :-B
    অফ টপিক- মোহামেডানও একটা দল,তেলাপোকাও পাখি(হায় রে,হাইরা গেলে কি যে জ্বালা :(( ,আচ্ছা,আবাহনীর কিডা বলে পেনাল্টি শুট বাইরে বাইরা দুঃখে অজ্ঞান হয়া মাঠ ত্যাগ করছে?)

    জবাব দিন
  4. জুনায়েদ কবীর (৯৫-০১)

    কত্তদিন পর মোহামেডান কিছুতে জিতল... :dreamy:
    মাথা একটু খারাপ হওয়াটাই স্বাভাবিক... ;))
    আবাহনীর সমর্থকদের বলি, আপনারা ওদের মাত্রাতিরিক্ত উচ্ছ্বাসকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুন... :-B


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  5. জুনায়েদ কবীর (৯৫-০১)

    গাজী ট্যাংক ১৪৪/৪
    আবাহনী ১৫/১, ২ ওভার

    দেশ টিভিতে লাইভ দেখাচ্ছে...
    ধারাভাষ্য দিচ্ছেন সাবেক ক্রিকেটার আকরাম খান এবং দেশ টিভির রাকিব ভাই, ২৯ ইনটেক (৯২-৯৮) জেসিসি...


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  6. জুনায়েদ কবীর (৯৫-০১)

    রফিকের মাইরের চোডে গাজী ঠ্যাংকে ফুডা হই গেছে... =))

    খেলা শেষের পর ব্যাপক আতশবাজি শো হইল...সাথে ফানুস...


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন

মওন্তব্য করুন : আমিন (১৯৯৬-২০০২)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।