ইফতার পার্টি

বরাবর
ব্লগ প্রিন্সিপাল
ক্যাডেট কলেজ ব্লগ

বিষয়: ইফতার পার্টি আয়োজনের প্রস্তাব

মহাত্মন,

বিনীত নিবেদন এই যে এই মাসের শেষের দিকে রোজা শুরু হইতে যাইতেছে। রোজা রাখিতে যাইয়া মাসরুফ সহ সিসিবির কিছু সদস্যের ওজন :just: বিশ তিরিশ কেজি করিয়া কমিয়া যাইতে পারে। তদুপরি অনেক দিন কোনো গেট-টুগেদার হয় না। :no:

তাই আমাদের অনুরোধ উপরোক্ত পরিস্থিতি বিবেচনা করিয়া আপনি এই রোজায় একটি ইফতার পার্টি আয়োজনের ব্যবস্থা করিয়া আমাদের বাধিত করিবেন। :guitar:

নিবেদক

সিসিবির খাদক দল :gulli2:

৬,৪৫৫ বার দেখা হয়েছে

৭৪ টি মন্তব্য : “ইফতার পার্টি”

  1. সানাউল্লাহ (৭৪ - ৮০)
    প্রস্তাবনা : ইফতার পার্টি

    শিরোনাম ভুল বাংলায় লেখা। বিষয়ও তাই। এই আবেদন গ্রহণ করা গেল না বলে দুঃখিত।
    :grr: :grr: :grr:

    ভুল সংশোধন : প্রস্তাবনা শব্দের অর্থ ভূমিকা। প্রকৃতপক্ষে শব্দটি হবে প্রস্তাব


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  2. সামীউর (৯৭-০৩)

    বরাবর
    সিসিবি -ইফতার আয়োজক কমিটি ।
    একটি জাতীয় জনগুরুত্বপূর্ণ একটি বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আসন্ন ইফতার মাহফিলে মাস্ফুর জন্য ছোলা, পিঁয়াজু, বেগুনির পরিবর্তে উপযুক্ত পরিমাণ ট্রিপল সুপার ফস্ফেট, ইউরিয়া ও পটাস সারের সুবন্দোবস্ত করে বাকী উপস্থিত সূধীদের নির্বিঘ্নে ইফতার করবার সূ্যোগ দেবার বিষয়ে আপনাদের মনোযোগ দেবার জন্য বিনীত আবেদন জানাচ্ছি।

    জবাব দিন
  3. তাইফুর (৯২-৯৮)

    এহসান ভাই কই ... ??
    একটা দারুন আইডিয়া আছে এহসান ভাইয়ের ... অনুমতি না নিয়া কপিরাইট দিয়া শেয়ার করি ... ইফতার পার্টি তো বহুত হয় ... সিসিবি'র সকল পোলাপাইন একদিন একলগে "সেহরী পার্টি" করলে কিন্তু খ্রাপ হয় না।


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  4. কামরুল হাসান (৯৪-০০)

    রোজা -ইফতার অনেক দেরি।
    সাম্নের শুক্কুরবার আসেন সবাই ধানমন্ডি ৩২ নাম্বার লেকের পাড়ে। একলগে চা-বিড়ি খামুনে। 🙂


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন

মওন্তব্য করুন : রবিন (৯৪-০০/ককক)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।