লাইভ ফ্রম কলেজ-১

ভ্যাকেশন শেষে কলেজে জয়েন করলাম আজ এক সপ্তাহ হল!এরইমধ্যে চাঙ্গা হয়ে উঠেছে কলেজ।অথচ হাপিয়ে উঠেছি এই ক’দিনেই।আরো প্রায় ৮৭ দিনের মত বাকি।ইদানিং এমন শুরু হয়েছে-একেকটা টার্ম তিনমাসেরও বেশী।আগে এটা দেখিনি,এ বছরই প্রথম।নতুন ক্লাস সেভেনের এটাই ফার্স্ট টার্ম।আমরা ক্লাস টুয়েলভই যদি বিরক্ত হয়ে উঠি সেখানে ওদের যে কী হবে!
অনেকগুলো কম্পিটিশন হয়ে গেছে।বাংলা স্পেলিং হল সোমবারে,বৃহস্পতিবার ইংলিশ স্পেলিং ২৫ তারিখ থেকে ভলিবল।সেই অজুহাতে সকালে পিটি করতে হয় না,প্লেয়ার বলে বেঁচে যাই!
গত বৃহস্পতিবার ট্যালেন্ট শো হল।অসাধারণ হয়েছে পুরো অনুষ্ঠান!অবশ্য আমাদের ক্লাস অর্গানাইজ করেছে বলে(পার্ট নিলাম আরকি)।
এই তো!কিছুদিন পর এইচ এস সি ক্যান্ডিডেটস ভাইয়ারা চলে যাচ্ছে,কলেজের মোস্ট সিনিয়র ক্লাস হয়ে যাচ্ছি!এর জন্যা সবাই সাগ্রহে অপেক্ষা করছি!শেষ মুহুর্তে যেন আর তর সইছে না!
সবাই ভালো থাকবেন!

লাইভ ফ্রম কলেজ-১

১,৫২৭ বার দেখা হয়েছে

২৩ টি মন্তব্য : “লাইভ ফ্রম কলেজ-১”

    • ভাই, দুনিয়া কই গেছে দেখছেন??
      পোলাপান কলেজে বয়া বয়া ব্লগ লেখে... বাপস !!! 😉 😉

      আরে মিয়া, আমরা তো কলেজ পাগল-- তাই এতদিন পরেও কলেজ মিস করি... আর সেই জন্য সব পাগল (আমি এটাই বিশ্বাস করি-- বড় ভাই-আপুরা মাফ করবেন) এইখানে শেয়ার করি-- নস্টালজিক হই। তোমরা এখনই যে ক্যান--- আল্লাহই জানে !!

      তয় ভালা ভালা--- ডিজিটাল বাংলাদেশে তো প্রেজেন্ট ক্যাডেটরা ব্লগ লিখবই...

      শাহরিয়ার, সুন্দর এই শেয়ারিং এর জন্য ধন্যবাদ !!
      :clap: :clap: :clap:

      জবাব দিন
      • মাসরুফ (১৯৯৭-২০০৩)

        মাহমুদ রে,এই সিসিবি আসার আগে আমার ধারণা ছিল আমি একাই এইরকম পাগল যার মাথায় দিনে অন্তত চৌদ্দবার ক্যাডেট কলেজের কোন না কোন কাহিনি ঘুরে-কিন্তু এইখানে আইসা দেখি পাগল আমি একা না আমার চেয়েও বড় পাগল আছে,ইস খুশিমে মেরা দিল গার্ডেন গার্ডেন হো গিয়া :grr: :grr: :grr:

        কিন্তু এইটা সত্যি কলেজে থাকতে কলেজ অথরিটির বিরক্তিকর প্যাঁচালে বহুবার কইছি-এই **লের জায়গা থিকা কবে যে বাইর হমু x-( x-( সুতরাং ওদের খুব একটা দোষ দেওয়া যায়না।

        আর ইয়ে মানে আমরা কলেজে থাকতে ঈন্টারনেট না পাইলেও ফ্লপি/ভিসিডিতে কইরা অনেক জ্ঞানগর্ভ(??!!@#৳)জিনিসপাত্তি দেখছি :shy: :shy:

        জবাব দিন
  1. আহসান আকাশ (৯৬-০২)

    লাইভ ফ্রম কলেজ!!! দারুন :thumbup:

    আমরাও ক্লাস সেভেনের ফার্স্ট টার্মে তিন মাসের মতো ছিলাম 🙁


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  2. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    কি ব্যাদ্দপ পোলা দেখেন দেখি সবাই বড় ভাইরা চইল্যা যাবে কবে সেই আশায় বইসা আছে-বুঝবা বুঝবা যখন রোদের তাপ ডায়রেক্ট মাথায় পড়বো-আগে তো ছাঁদ হিসাবে বড় ভাইরা থাকতো...এখন তোমরা নিজেরাই ছাদ হইবা :grr:

    জবাব দিন
  3. মাহমুদ (১৯৯০-৯৬)
    কলেজের মোস্ট সিনিয়র ক্লাস হয়ে যাচ্ছি!এর জন্যা সবাই সাগ্রহে অপেক্ষা করছি!

    ছুডুভাই, মজা আসলে ইলেভেনেই বেশি। টুয়েলভে মজার পাশাপাশি আজাইরা দায়িত্বও অনেক এসে পড়ে। তাই, যত পারো বেশি বেশি করে এখনকার টুয়েলভের মাথায় কাঠাল ভেঙ্গে খাও। 😛


    There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx

    জবাব দিন
  4. কামরুল হাসান (৯৪-০০)

    অক্কি!! 😮
    কলেজ থেইকা পোলাপাইন আইজকাল ব্লগ লেখা শুরু করছে ।
    সাব্বাস, দেশ এগিয়ে যাচ্ছে। 😀


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  5. মাফ চাইছি ভাই। ক্যাডেট কলেজ এ বসে বসে পোলাপান ব্লগ লিখে দেখি। দারুন তো।আমাদের টাইম এর কথা ভাবলে তো ভয় ই লাগে।

    পিচ্চি...ক্লাস টুয়েলভ হইলে বুঝবা জ্বালা কাকে বলে.অথোরিটি সব বাশ ক্লাস টুয়েলভ এর উপরেই মারে...সেনাবাহিনীর সব জায়গায় এটাই নিয়ম..Seniors are alwaz winner n alwaz the sufferer.

    জবাব দিন
  6. বুঝবা বুঝবা যখন রোদের তাপ ডায়রেক্ট মাথায় পড়বো-আগে তো ছাঁদ হিসাবে বড় ভাইরা থাকতো…এখন তোমরা নিজেরাই ছাদ হইবা

    মিয়া, টের পাইবা । বুঝলা??
    যাইতে দাও কয়টা দিন... সাগ্রহে অপেক্ষা বাইর হইব... 😀

    জবাব দিন
  7. রকিব (০১-০৭)

    দারুন মিয়া, কলেজ়ে বসে ব্লগিং :tuski: :tuski: :awesome:

    কিছুদিন পর এইচ এস সি ক্যান্ডিডেটস ভাইয়ারা চলে যাচ্ছে,কলেজের মোস্ট সিনিয়র ক্লাস হয়ে যাচ্ছি!এর জন্যা সবাই সাগ্রহে অপেক্ষা করছি!শেষ মুহুর্তে যেন আর তর সইছে না!

    যাওয়ার দিন আসুক, দেখবা খুশি বাকবাকুম কইরা পালাবে। আমাদেরও প্রথমে এরকম মনে হতো, কিন্তু যাবার মুহূর্তটা খুব খারাপ লাগে। মনে হয় মাথার উপর থেকে ছায়া সরে যাচ্ছে।


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন

মওন্তব্য করুন : কামরুলতপু (৯৬-০২)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।