উৎসর্গঃ আমার কাছের দু’জন বন্ধুকে!

আমরা খুঁজি স্পর্শে হঠাৎ সচকিতে চমকে উঠা,
রাত্রি জেগে গল্প কথায় আবেগগুলো দমকে উঠা,
উথলে উঠা ভালোবাসা,চুমুর বিদায় কথা শেষে-
আমরা খুঁজি স্বপ্নালু ঘুম স্বপ্ন ভীষণ ভালোবেসে!

আমরা দু’জন বন্দী থাকি অনেক দূরের খাঁচার ভেতর,
তবুও হৃদয় সময় সময় মিশছে এসে নিকটতর,
আমরা দুজন হাতটি ধরে হাটছি এখন অন্ধকারে
লোকের চোখের আড়াল খুঁজি; মনের কপাট বন্ধ করে-
আমরা দু’জন স্বপ্ন দেখি মগ্ন হৃদয় অন্ধ চোখে,
আলোয় আসুক ভালোবাসা,বিস্মিত হোক বিশ্বলোকে!

১,২২০ বার দেখা হয়েছে

৮ টি মন্তব্য : “উৎসর্গঃ আমার কাছের দু’জন বন্ধুকে!”

  1. রকিব (০১-০৭)
    আমরা দু’জন স্বপ্ন দেখি মগ্ন হৃদয় অন্ধ চোখে,
    আলোয় আসুক ভালোবাসা,বিস্মিত হোক বিশ্বলোকে!

    ভালো লিখছো মিয়া, নাও আমার ক্যান্টিন কুপন নিয়া কোক-চানাচুর খাও।


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন

মওন্তব্য করুন : মাহমুদ ফয়সাল (৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।