শিরোনাম নাই!

তোমাদের কোলাহল ছেড়ে-
বহুদূরে যেতে চাই
নোংরা ধ্বংসস্তুপে পঁচতে চাই না আর!
থাকতে চাই না আর-
এই ধূলোর নগরে,
স্বার্থপর কলুষিত পতঙ্গের মত মানুষের মাঝে!

দূষিত শহর ছেড়ে দূরে চলে যাব
আকাশের পথ ধরে,
যেখানে নক্ষত্ররা মরে যায়
লাশ হয়ে থাকা নক্ষত্রের শহরে!

নির্জন একাকিত্বে-
যেখানে কেউ নাই আর,
আমি ছাড়া-সব মিথ্যে!

সেই ছায়াপথে,নতুন পৃথিবী,কাব্যময়!
ক্রুশোর সেই দ্বীপ,নিভৃতে ঘুরে বেড়াব আমি
সাগরের বালুবেলায়,ভেজা খালি পা’য়-
নষ্ট আমার সব পাপ ধূয়ে,ঘরে ফিরব,
আমার গুহার মতন ঘরে,নির্জন সন্ধ্যায়!

নিশ্চুপ,নিথর,নিস্তব্ধ রাত্রির নিরবতা ভেঙ্গে
বুনো কোন নিশাচরের ডাক,
কিংবা শঙ্খচিলের কর্কশ ডাকে,-ক্লান্ত দুপুরে
ঘুম ভেঙ্গে জেগে দেখব
তুমিও আসিয়াছ আজ আমার বন্দরে!

১,৫২০ বার দেখা হয়েছে

৯ টি মন্তব্য : “শিরোনাম নাই!”

মওন্তব্য করুন : সামিয়া

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।