পাথরের ঝর্ণা জানে জলের আঘাত

পাথরের ঝর্ণা জানে জলের আঘাত
তোমাতে মগ্ন থাকার ঘুমভাঙা রাত
সুবহে সাদিক জানে চোখের ধকল
তবুও বুঝছো না কেন্ বুকের দখল

বুকেতে ঘাস জমেছে, ঘ্রাণ নিতে রোজ
পানকৌড়িদের রাজা চাইছিলো খোজ
লুকোবে সাতার এবং ডুবের শেষে
তুমি তো মুখ ফিরিয়ে আলতো হেসে

ও রাণী, তোমার চোখের অমল দ্বিধায়
আমি যে রোজ ভুলে যাই মন যে কী চায়
পাথরের মন্দিরে রোজ ফুল দিয়ে যায়
দেবী মুখ চাইবে ফিরে এই তো আশায়

আমি ডুবি চায়ের কাপে, রঙিন ধোঁয়ায়
এশট্রেতে আগুন মরে, হাতের ছোঁয়ায়
রাণী তুই পোড়াস প্রেমে, শীতল আগুন
বুকেতে জমছে এখন সহস্র ঘুণ

খুটে খায় বুকের পাজর, ঘরের খুটি
খুড়ে খায় মাথার ভেতর, জড়িবুটি
কখনো সোশ্যাল টানে অন্ধের ঝড়
আর খায় দিনের শেষ বিষাদী ঘর

৩,৮০৮ বার দেখা হয়েছে

২ টি মন্তব্য : “পাথরের ঝর্ণা জানে জলের আঘাত”

  1. রাজীব (১৯৯০-১৯৯৬)

    আপাত অর্থহীন শিরোনাম। কিন্তু ভালো লেগেছে।
    এবং বেশ কিছুক্ষণ ঝরণার শব্দ শুনলাম।


    এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ

    জবাব দিন

মওন্তব্য করুন : রাজীব (১৯৯০-১৯৯৬)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।