আজকে আমার লেখালেখি সার্থক হইল…(গুগল কইর‍্যা আমার লেখা চোর গুলারে পাইলাম)

প্রথমে মেজাজ খারাপ হইসিলো…আমার মত একজন ভাতকবির লেখাও যে চুরি হয় দেইখ্যা গর্বিত বোধ করলাম-
আপনারাও দেখুনঃ-


আমার মেইন লেখাঃ http://www.cadetcollegeblog.com/chinta-shilpy/26954
কপি লেখাঃ http://www.opest.net/1719.post

আমার মেইন লেখাঃ http://www.cadetcollegeblog.com/chinta-shilpy/27598
কপি লেখাঃ http://prothom-aloblog.com/posts/18/165745/

আমার মেইন লেখাঃ http://www.cadetcollegeblog.com/chinta-shilpy/26588
কপি লেখাঃ http://prothom-aloblog.com/posts/18/150474/

আমার মেইন লেখাঃ http://www.cadetcollegeblog.com/chinta-shilpy/32197
কপি লেখাঃ http://prothom-aloblog.com/posts/18/150278/

আমার মেইন লেখাঃ http://www.cadetcollegeblog.com/chinta-shilpy/30150
কপি লেখাঃ http://prothom-aloblog.com/posts/18/160500

৮৭৫ বার দেখা হয়েছে

১৪ টি মন্তব্য : “আজকে আমার লেখালেখি সার্থক হইল…(গুগল কইর‍্যা আমার লেখা চোর গুলারে পাইলাম)”

  1. রকিব (০১-০৭)

    তুমি তো মিয়া সেলিব্রেটি হয়ে গেছো :clap:
    প্রথম আলো ব্লগে মন্তব্য করে কিভাবে? কমেন্ট বক্স কিংবা অন্য কোন অপশন তো চোখে পড়লো না। আপত্তি জানিয়ে আসা দরকার। রেজিস্ট্রেশন ছাড়া কি মন্তব্য অ্যালাউড না ওখানে?


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
    • রকিব (০১-০৭)

      ঐ লোকের প্রথম আলো ব্লগের প্রোফাইলে দেখলাম লেখাঃ

      পেশাঃ লেখা চুরি
      আমি লেখা চুরি করি সবাই রেডি থাকবেন যেকোনো সময় যে কারো লেখা চুরি করতে পারি ... লিখতে অনেক কষ্ট।

      http://prothom-aloblog.com/profile/saddobesi123

      বিয়াপক বিনোদন!!!


      আমি তবু বলি:
      এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

      জবাব দিন
      • শাহরিয়ার (২০০৪-২০১০)

        ভূতের আছর-এর সাথে ফেসবুকে কথা হইলো...উনারে নাকি নাহিদ নামের এক ফ্রেন্ড দিসে...তার ফ্রেন্ড নাকি গত জানুয়ারিতে মারা গেসে সিঙ্গাপুরে...ক্যান্সারে মারা যাওয়ার আগে নাকি এই লেখাটা তারে দিয়ে গেসে...... 🙁 🙁


        People sleep peaceably in their beds at night only because rough men stand ready to do violence on their behalf.

        জবাব দিন
  2. রিদওয়ান (২০০২-২০০৮)

    ইজ্জত বাঁচানোর জন্যেই হয়ত ঐ কথা বলছে । ক্যানসারের মত খারাপ সময়ে কি কেউ আরেকজনের লেখা দেয় চুরি করে পোস্ট করার জন্য? গুগলের দ্বারা কিভাবে লেখা চুরি ধরা সম্ভব, একটু জানাও।আমি ব্লগে নতুন।

    জবাব দিন
  3. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    তোমার এই পোস্ট দেখে আমিও কৌতূহলী হয়ে চেক করলাম আমার লেখাগুলোরও একই অবস্থা।বিশেষ করে প্রথম আলো ব্লগে দেখলাম চোরদের আনাগোনা বেশি। প্রথম আলো ব্লগে অভিযোগ করবো ঠিক করেছি, সেজন্যে রেজিস্ট্রেশনও করলাম। তুমিও ফর্মালি অভিযোগ করো। আমি প্রত্যেকটা চুরি-যাওয়া লেখার ঘরে গিয়ে মন্তব্য করবো।
    ভাবতে অবাক লাগে, নির্লজ্জভাবে এরা আবার মন্তব্যে প্রশংসাও মাথা পেতে নিচ্ছে।
    পারলে এইসব চোরাই পোস্টের স্ক্রিনশট নিয়ে আপডেট পোস্ট দাও, আমিও দেখছি। আমি শিওর আরো অনেকের লেখাই এভাবে কপি হচ্ছে। এসব চোরদের সুবোধ বা বুদ্ধির উদয় হলো কি হলোনা পাঠকরা যাতে প্রতারিত কম হন, সেটা আমাদের দেখতে হবে।

    জবাব দিন
  4. আহসান আকাশ (৯৬-০২)

    একদিন আমিও সেলিব্রেটি হবো, আমার লেখাও চুরি হবে :dreamy: :dreamy:


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  5. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    শাহরিয়ার,
    শুধু তোমার আমার লেখাই না, এই লোক আন্দালিব, আলীম, ওবায়দুল্লাহ কার লেখা না চুরি করসে! এই মহামূ্র্খের ব্লগে গিয়ে আমি চুরি-লেখাগুলো নিয়ে ধরে ধরে মন্তব্য করেছি। এরপর প্রথম আলি ব্লগ অ্যাডমিন-এ অভিযোগ করবো।
    এই হচ্ছে লিংক: http://prothom-aloblog.com/blog/saddobesi123

    জবাব দিন
  6. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    প্রথম আলো ব্লগের এই চোর ব্লগার [ 'ছদ্মবেশী' ]-এর সব লেখাই চুরি-করা। এর মধ্যে ইন্টারেস্টিংলি সিসিবির হেন কবিতা নাই সে চুরি করেনি। আমি তার প্রায় প্রতিটা পোস্টে গিয়ে মূল লেখার লিংক সহ মন্তব্য করেছি। তা ব্যাটা সবগুলো মন্তব্য মুছে দিয়ে আমাকে দিয়েছে ব্লক করে। তার উপর পার্সোনাল মেসেজ পাঠিয়েছে যেটা পেয়ে আমি রীতিমতন ধন্যবোধ করছি।একটা মেসেজ পড়ে (যেটায় সে নিজেকে পীর কিসিমের কেউ ভাবছে বলে মনে হলো) হাসতে হাসতে পড়ে যাবার মতো অবস্থা হলো।

    তুমি কে তা আমি জানি অধম
    সময় থাকতে ঠিক হও বিপদ ডেকোনা।
    সবার সাথে বেশি বোঝার ফল ভালো হয়না।
    তুমি কেনো এসব করছো তা আমি জানি

    =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =))

    জবাব দিন

মওন্তব্য করুন : রকিব (০১-০৭)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।