প্রলাপঃ১৮

ফুটপাথ ধরে হেটে যাওয়া লোক-সংযত হোক
সংসারী আর ব্যাস্ত লোকেরা-সংযত হোক
দাড়িওয়ালা বুড়ো,ট্রাফিক পুলিশ-সংযত হোক
কাঁধে ভারী ব্যাগ ছোট যত খোকা-বেঁধে রাখো চোখ

খোলা পিঠ আর নিটোল বাহু-দেখাবে তোমাকে
মৃদু মেদ আর মসৃণ ভাঁজ-দেখাবে তোমাকে
সুগভীর নাভী,দুলকী কোমর-দেখাবে তোমাকে
কেবল প্রাচীন কথাগুলো আজ পিছে পড়ে থাকে

৮৩৪ বার দেখা হয়েছে

৪ টি মন্তব্য : “প্রলাপঃ১৮”

  1. তাওসীফ হামীম (০২-০৬)
    খোলা পিঠ আর নিটোল বাহু-দেখাবে তোমাকে
    মৃদু মেদ আর মসৃণ ভাঁজ-দেখাবে তোমাকে
    সুগভীর নাভী,দুলকী কোমর-দেখাবে তোমাকে

    সব পোলাপান বড় হয়ে গেল,খালি নারী শরীর নিয়ে গবেষণা। :shy: 🙂 😛


    চাঁদ ও আকাশের মতো আমরাও মিশে গিয়েছিলাম সবুজ গহীন অরণ্যে।

    জবাব দিন

মওন্তব্য করুন : নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।