ঘুমোবার পর

এভাবেই স্বপ্নে বাঁচে আমাদের খামখেয়ালী
আমাদের আদর পাওয়ার তুমুল দাবী
এমনই সোহাগ কুড়ায় পৌষের দীর্ঘ ছায়া
বিকেলে উদাস হওয়ার গোপন চাবি।

এখানে কেউ ছিল না,এখন সবাই আছে
আমাদের ভুলগুলো সব রঙিন তুলো-
হাওয়াতে উড়িয়ে দিলেম,তবুও স্পর্শ পেতে
আবারও বুকের ভেতর হুলুস্থুলো!

আমাকে জড়িয়ে ধরো,গালে খাও আলতো চুমু
সারাটা বিশ্ব যেন হিংসা করে
প্রতিরাতে ঘুম পাড়ানো,সকালে জাগিয়ে দেয়া
এত সব নিয়ম কানুন এই শহরে!

সোডিয়াম আলো ছায়ায় আমাদের এসব সোহাগ
খামোকাই লজ্জা পেলো খুনসুটিতে
ঘুমোতেই স্বপ্ন এলো,তোমাতে পৌছে যাবো
জড়ো হয় ধূলোবালির লাল মুঠিতে।

এত সব প্রেমের পরেও সহসা চুপ করে যাও
আমার এ বুকের ভেতর ঝর্ণা নামে
কে যেন আলতো টোকায় সহসা পাঁজর ভাঙে
সারা পিঠ বন্যা নামে বিন্দু ঘামে!

তুমি নীল ওড়না দিয়ে ভীষণ প্রেম মমতায়
আমার কপালে ঘাম মুছিয়ে দিবে?
আমি চাই শুদ্ধ প্রেমে আমাদের উজ্জ্বল আলোক
আমাকে যাত্রাতে সে সঙ্গী নিবে?

৯৮০ বার দেখা হয়েছে

৭ টি মন্তব্য : “ঘুমোবার পর”

  1. আসিফ খান (১৯৯৪-২০০০)

    "এভাবেই স্বপ্নে বাঁচে আমাদের খামখেয়ালী
    আমাদের আদর পাওয়ার তুমুল দাবী"
    আমাদের খামখেয়ালীগুলো আমরা না বাঁচালে কে বাঁচাবে?
    তোমার খামখেয়ালীগুলো কবিতায় বাঁচুক। O:-)

    জবাব দিন

মওন্তব্য করুন : সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।