এই যে দেখো,এই যে শোনো ঝড়োশ্বাসী বুকের কষ্ট

এই যে দেখো,এই যে শোনো ঝড়োশ্বাসী বুকের কষ্ট
গর্ভবতী মাঠের ফসল
ঘূর্ণিমায়া পৃথুল নারী
মন উচাটন হীরের টুকরো কালিমাময় সুখের কষ্ট!

এই যে দেখো,এই যে শোনো রাত্রি জাগা পুরুষ মানুষ
অন্ন-ক্ষুধা তীব্র মারী
আলোর বন্যা আ’ল সমতল
মানুষ নিজেই মারছে মানুষ,ছড়ায় আগুন,রক্ত ফানুশ!

এই যে দেখো,এই যে শোনো কেমন কেমন হচ্ছে লড়াই
এক পাশে তার ঢাল তলোয়ার
কামান বারুদ সবই আছে
অন্য পাশে নিঃস্ব মানুষ লড়ছে কোনো অস্ত্র ছাড়াই!

এই যে দেখো,এই যে শোনো মানব মুখোশ তোমরা পশু
সশস্ত্র লোক টানছো কাছে
দুর্বলে পায় দুর্ব্যবহার
সাবধানী হও!আজকে না হয় আসছে বিপদ কাল-পরশু!

৮৬২ বার দেখা হয়েছে

৪ টি মন্তব্য : “এই যে দেখো,এই যে শোনো ঝড়োশ্বাসী বুকের কষ্ট”

  1. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    অফ টপিকঃ

    দি ডেইলি ইন্ডিপেন্ডেন্টে ডর্ম লাইফ নিয়ে ১০০ শব্দের একটা আর্টিকেল লেখার জন্য আজকের মধ্যেই একজন সদ্য পাসকৃত এক্স ক্যাডেট দরকার।শাহরিয়ার,তুই বা তোর কোন আগ্রহী বন্ধু এই কমেন্ট পড়ামাত্র শিগগিরি নিচে আমার ঠিকানায় ফোন নম্বর দিয়ে ইমেইল করঃ
    mash34th@hotmail.com

    জবাব দিন

মওন্তব্য করুন : মাসরুফ (১৯৯৭-২০০৩)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।