এক বিকেল সন্ধ্যা হয়

রঙিন মেঘ ফড়িং হয়
আকাশ ছোঁয় হাওয়ার টান
মাচার ‘পর পরীর ঘর
হলুদ রঙ পাখির গান

পাখির গান মাতাল সুর
হলুদ ফুল আজ ফোটে
আকাশ মেঘ নদীর পাড়
খায় চুমু কার ঠোঁটে

নদীর ধার কাশের বন
পাড় উজার জলের ঢেঊ
দৌড়ে যায় নূপূর পা’য়
রঙিন কাঁচ ভাঙলো কেউ

ভাঙলো কেউ পাজড় হাড়
নীল ব্যথায় মুচড়ে যায়
বুকের জল শীতল হয়
একলা রাত কান্না পায়

কান্না পায় তাই ছড়ায়
আসমানে বকুল ফুল
আগুন জল নষ্ট হয়
কষ্ট পায় সবুজ ভুল

সন্ধ্যা হয় ধূপ জ্বালায়
মিথ্যে তার অহঙ্কার
নীল ছায়ায় তার আঙুল
স্পর্শ পায় অলঙ্কার!

১,১৪০ বার দেখা হয়েছে

৪ টি মন্তব্য : “এক বিকেল সন্ধ্যা হয়”

  1. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    শুধু ভালো না। অসম্ভব ভালো। তবে নির্দিষ্ট করে এই লেখাটির কথা আমি বলতে চাইছিনা। তোমার ভাবতে পারার আর তার সাথে তাল মিলিয়ে ছবি এঁকে যাবার ক্ষমতা অসামান্য। আশা করবো তুমি অনেক অনেক লিখবে আর নিজের একটা নির্দিষ্ট স্টাইল খুঁজে নেবে। অনেকদিন ধরে এভাবে তুমি লিখছো, আমার মনে হয় তোমার আরো একটু সাহসী, আরো একটু এক্সপেরিমেন্টাল হবার সময় এসেছে।আজকাল যা লিখছো তাতে তৃপ্ত না হয়ে আরো আরো লিখে যেতে হবে, অসীম সম্ভাবনা রয়েছে তোমার মধ্যে।
    বেশ কিছু বানান ভুল রয়েছে, নিজেই খুঁজে নিয়ে শুধরে নিয়ো। কবিদের বানান ভুল মানায়না।

    জবাব দিন

মওন্তব্য করুন : আহমেদ (৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।