যে নারীটি আমার ছিলো,আজ কেন সে অন্য কারো?

যে নারীটি আমার ছিলো,আজ কেন সে অন্য কারো?
আমার নারী অন্য কারো!
যে বিকেলে প্রাচীন ব্যথা আঘাত হানে মর্মমূলে
আজ কেন সে ভীষণ গাঢ়?
নিশিথ রাতে একলা পাখি হঠাৎ ডাকে তারস্বরে
আজ কেন তার ঘুম ভেঙে যায়?
যার রুমালে সুবাস ছিলো বকুলফুলের দোলনচাঁপার
যার সে রুমাল,আজ সে কোথায়?
এই বছরে কেনই বা আর একটি বারও চাঁদ উঠেনি?
আকাশ ভেজা চাঁদ উঠেনি!
রোজ উঠোনে বিকেল হতেই মন্দ্রবাহার বাজলো তবু
সন্ধ্যামালতী ফোটে নি!
কী ছিলো পাপ না জানিয়ে কেন্ সে গেল অন্য ঘরে?
অন্য বুকে,অন্য ঘরে!
বাস্তুহারা চতুর প্রেমের সর্বনাশা চক্ষুদুটোর
দৃষ্টি কেন এই শহরে?
যে যাই বলুক যৌথ মুখোশ,আয়নাতে কি মুখ ঢাকা যায়?
ছিদ্র বুকে সুখ রাখা যায়?
মধ্যরাতে ঘুম ভাঙিয়ে হাতে দিলো স্বর্ণচাঁপা
এখন কি একলা থাকা যায়?

১,৯৪৭ বার দেখা হয়েছে

১১ টি মন্তব্য : “যে নারীটি আমার ছিলো,আজ কেন সে অন্য কারো?”

  1. শাওন (৯৫-০১)

    "যে নারীটি আমার ছিলো,আজ কেন সে অন্য কারো?"--- এমন একটা লাইন...খুউব বেশি আবেগঘন!!! 🙁


    ধন্যবাদান্তে,
    মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
    প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১

    ["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]

    জবাব দিন
  2. মোঃ মনিরুল ইসলাম মনির

    কবিতাটি আমার এত ভাল লাগছে যে আমি আপনাকে বোঝাতে পারবনা । আপনি একটি অসাধারন কবিতা লিখছেন । যা আমার জীবনের সাথে অনেকটাই মিল আছে

    জবাব দিন
  3. পারভেজ (৭৮-৮৪)

    প্রথম লাইনটায় নারীকে সম্পত্তি হিসাবে বর্ননার একটা টোন চলে এসেছে যেটা ভাল লাগে নাই:
    যে নারীটি আমার ছিলো,আজ কেন সে অন্য কারো? -এর সাথে তুলনিয়
    যে কলমটি আমার ছিলো,আজ কেন তা অন্য কারো?

    নারী শব্দের অর্থের ব্যাপকতায় এটা আরও বেশী হয়েছে। অন্য কোন ন্যারো অর্থের শব্দচয়ন করা হলে আমার কাছে হয়ত এই রকম মনে হতো না।
    বাকি কবিতা গঠন বুননে ভালোই হয়েছে।


    Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

    জবাব দিন

মওন্তব্য করুন : আলীম (২০০১-২০০৭)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।