একটা ক্যাডেট বিষয়ক ডকুমেন্টারি (পুরাই এমেচার কাজ): আগে কেউ দেখছেন??

মনটা খুব খারাপ।কিছু করার খুজে পাচ্ছিলাম না।পড়াশোনা কিচ্ছু হচ্ছে না।এদিকে ২২ তারিখ ISSB.সারাদিন ব্যস্ত থাকি,কোচিং করি,রুমে আসি আর ঘুমাই।সময়গুলোও বিরক্তিকর হয়ে গেছে।একমাত্র শান্তি পাই ফার্মগেটে ডিফেন্স গাইডের সামনে দাড়ালে।কোন চিপা থেকে যে ক্যাডট বের হয় বোঝা মুশকিল।তারপর চলে ধুমাইয়া আড্ডা।কোন কাহিনী যে কোথায় গিয়ে গড়ায়…!আজকে অনেক দিন পর ইউটিউব করতে গিয়ে একটা ভিডিও’র কথা মনে পড়লো।কাজটা দিয়েছিলেন আমাদের এডজুটেন্ট স্যার।২ দিনের মাঝে একটা ডকুমেন্টারি বানায়া দিতে হবে।সাব্জেক্ট ক্যাডেট লাইফ।নতুন ক্যাডেটদের প্যারেন্টস দের দেখানো হবে।ভাল ক্যামেরা কিচ্ছু নাই,তার উপর পরপর ২ দিন ই ফ্রীডে।তাও কোন ভাবে কাজটা শেষ করসিলাম।
অনেকে কাজটা দেখে থাকতে পারেন।তবুও আরেকবার দিলাম।

cadet

১,০০৫ বার দেখা হয়েছে

১২ টি মন্তব্য : “একটা ক্যাডেট বিষয়ক ডকুমেন্টারি (পুরাই এমেচার কাজ): আগে কেউ দেখছেন??”

  1. গুড যব! খুবই ভালো লাগলো তোমার ফিল্মটা।আহারে ঐ জীবন যদি ফিরে পেতাম! সারাজীবন কত স্কুল এ পড়েছি..........কিন্তু ক্যাডেট কলেজ হলো বেস্ট।আর তুমি খুব মন দিয়ে ভর্তি পরীক্ষা দাও,তুমি অনেক বড় হও.......(ccc এর মসজিদটা একদম আমাদের মসজিদের মত)

    জবাব দিন
  2. হায়দার (৯৮ - ০৪)

    খুব ভালো লেগেছে। আমার নিজের কলেজ বলে আরো অনেক বেসী ভালো লেগেছে ।
    ফিনিশিং টা আরো ভালো হতে পারত। হঠাৎ করেই ব্যান্ড টা শুরু হয়ে গেসে।
    আরেকটা কথা, ফুটবল ফুটেজের ক্যাডেট টা কে? দারুন ।

    জবাব দিন

মওন্তব্য করুন : সৌমিত্র (৯৮-০৪)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।