তুমি যেন বহু দূরে এক নীল তারা

তুমি যেন বহু দূরে এক নীল তারা
বারবার ডেকে যাই,নেই কোন সাড়া
তবু ঠিক রোজ রাতে আঁধারের মাঝে
তুমি মোর শাহজাদী অপরূপ সাজে
চোখে ঢালো আলো সুধা সেই দূর থেকে
অমলিন সুখ পাই এতটুকু দেখে!

তবে যদি কোনদিন মেঘে ঢেকে যায়
ফাঁকা বুকে সাদা বিদ্যুৎ চমকায়
জেনো প্রিয়া দূরে এক কিশোরের বুকে
সেই ক্ষণপ্রভা কাঁপে অনিমিখ দুঃখে
মাঝে থাকে একরাশ গম্ভীর মেঘ
নিদারুন বিষাদিত তপ্ত আবেগ!

কভু বসি ইরানের আঙুরের বাগে
সুরাগ্লাস হাতে মদালস অনুরাগে
শুনি বুলবুল তব হিন্দোল গান
মদিরামত্ত সুরে দোলে বোস্তান!

মাঝে মাঝে তুমি হও পৌষের চাঁদ
থমথমে লাল মুখে গাঢ় অবসাদ
আধখানা দেহ তাতে রূপোর আলো
সরু তনু বাকা কটি চোখ পোড়ালো!

১,৯৭০ বার দেখা হয়েছে

১৬ টি মন্তব্য : “তুমি যেন বহু দূরে এক নীল তারা”

  1. মইনুল (১৯৯২-১৯৯৮)
    মাঝে মাঝে তুমি হও পৌষের চাঁদ
    থমথমে লাল মুখে গাঢ় অবসাদ
    আধখানা দেহ তাতে রূপোর আলো
    সরু তনু বাকা কটি চোখ পোড়ালো!

    :boss: :boss: :boss:
    তোমার কবিতাগুলোর সাথে একটা ছবি থাকে, এইটাতে দিলে না যে?

    জবাব দিন

মওন্তব্য করুন : তাইফুর (৯২-৯৮)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।