এক্স ক্যাডেট লাইফের প্রথম কবিতাঃ বৃষ্টি ও প্রেম ১

সেই পুতঃ প্রেম সাগর দোলায়
সেই পুতঃ প্রেম জানলা খোলায়
গ্রীলে ঠেকে মুখ,সে এসে দাঁড়ায়
বৃষ্টি ছুঁতে সে দু’হাত বাড়ায়
দু’হাত বাড়িয়ে জল ছুঁতে চায়
বৃষ্টিস্নাত প্রেম ছুঁতে চায়
বৃষ্টি জলের ঘূর্ণিমায়ায়
আজ কেন সে নীল ছুঁতে চায়!

জলে ভেজে গাল,কেন সে হাসে
জল চুমু খায় জানালার পাশে
তার ঠোঁটে হাতে জল ছুঁয়ে যায়
বৃষ্টির প্রেমে নীল ধূয়ে যায়
জলে ভিজে যেতে দুহাত বাড়ায়
কী নিবিড় হাসি চোখের তারায়!

শ্যামল হাতের চুড়ি ভিজে যায়
বুকেতে কাঁচের নুড়ি ভিজে যায়
আলো ভিজে যায়,চুল ভিজে যায়
প্রেমের প্রথম ভুল ভিজে যায়
তবু নির্মল হাসে সে বালিকা
বতিচেল্লীর আঁকা দেয়ালিকা
যেন জলে ভেজা আগুনের শিখা
যেন জলে ভেজা রাঙা মালবিকা!

সেই পুতঃ প্রেম ঝর্ণাধারায়
সে পুতঃ প্রেম হাতের নাড়ায়
কাকে সে ডাকে মৃদু ইশারায়
এমন শ্রাবণ বাদলধারায়

বহুদূরে আমি গাছের ছায়ায়
বালিকাকে দেখি খোলা জানালায়
খোলা জানালায় এসে সে দাঁড়ায়
আমাকেই ডাকে মৃদু ইশারায়

সেই থেকে শুরু প্রথম দেখায়
বালিকা আমাকে কবিতা শেখায়
বালিকা আমাকে বৃষ্টি শেখায়
প্রেম ভিজে যায় নীলাভ রেখায়

সেই প্রেম পুতঃ হাওয়ার দোলায়
সেই প্রেম পুতঃ সাগর দোলায়!

১৮ টি মন্তব্য : “এক্স ক্যাডেট লাইফের প্রথম কবিতাঃ বৃষ্টি ও প্রেম ১”

  1. মেহবুবা (৯৯-০৫)

    খুবি সুন্দর...... :clap: :clap: :clap: :clap: :clap:

    সেই থেকে শুরু প্রথম দেখায়
    বালিকা আমাকে কবিতা শেখায়
    বালিকা আমাকে বৃষ্টি শেখায়
    প্রেম ভিজে যায় নীলাভ রেখায়

    😀 😀 😀
    :clap: :clap:

    জবাব দিন
  2. কামরুলতপু (৯৬-০২)

    আমার কবিতা জ্ঞান খুব বেশি না । ভাল লেগেছে।
    তবে পুরা কবিতার সাথে পুতঃ শব্দটা আমার কাছে কানে ঠেকেছে। যতবার শব্দটা এসেছে ততবার মনে হয়েছে এই কবিতায় এই শব্দটা অন্য শব্দের সাথে যায়নি। আমার কথায় পাত্তা দিও না । কবিতা ভাল হয়েছে।
    ভাল করে পড়ালেখা কর ভাল একটা জায়গায় টিকতেই হবে। বেস্ট অব লাক।

    জবাব দিন

মওন্তব্য করুন : রাশেদ (৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।