আমি লোভী নই…তবুও আজকাল

আমি লোভী নই: তবুও আজকাল মাঝে মধ্যেই
লোভ আসে সুচতুর জোয়ারের মতন
বুকের মধ্যে দীর্ঘ বছরের জমানো লোভেরা বেড়ে উঠে
বিকেলে বৃক্ষের ছায়ার মতো দীর্ঘতর হয় জ্যামিতিক হারে।

আজকাল খুব ইচ্ছে করে কৈশোরের যুক্তিহীনতায়
ফিরে গিয়ে চোখে রাখি রঙিন চশমা
ঠোঁটে মৃদ্যু গুঁজে দেই সাদা সিগারেট
তারপর উদ্ধত ভঙ্গিতে হেটে যেতে আঙুলে চিরুণী চালাই চুলে।

আমার ভদ্রলোকের কাপুরুষ মুখোশ খুলে ফেলে রাস্তায়
আজকাল কেবল মানুষ দেখবার প্রবল ইচ্ছে হয় দাঁড়িয়ে
নারী,প্রেম,সম্পর্ক আর হাল ফ্যাশনের সিনেমা ইত্যাদি
ইচ্ছে করে সেসব নিয়ে তর্কে মাতি মূর্খ আড্ডায়।

আজকাল খুব লোভ হয় আমার নিজস্ব নারী এসে
আমাকে জড়িয়ে রাখুক বুকের মধ্যে,আঁচল দিয়ে
বেঁধে রাখুক মায়ার ঘোরে,একান্ত প্রেম সম্মোহনে
আমার কপালে চুমু খাক গভীর মমতায়!

একটা একান্ত আপন প্রিয় পাপ করবার ইচ্ছেটাকে
শৃঙ্খলহীন করে দিয়ে মানুষ হবার লোভও করি
তবুও অবশেষে আমার বিষাদগ্রস্থ মুখ দেখে আয়নায়
আমি নির্মম স্বান্তনা খুঁজি-আমি লোভী নই!

১,৪৩৩ বার দেখা হয়েছে

১৮ টি মন্তব্য : “আমি লোভী নই…তবুও আজকাল”

  1. মইনুল (১৯৯২-১৯৯৮)
    আমার ভদ্রলোকের কাপুরুষ মুখোশ খুলে ফেলে রাস্তায়
    আজকাল কেবল মানুষ দেখবার প্রবল ইচ্ছে হয় দাঁড়িয়ে
    নারী,প্রেম,সম্পর্ক আর হাল ফ্যাশনের সিনেমা ইত্যাদি
    ইচ্ছে করে সেসব নিয়ে তর্কে মাতি মূর্খ আড্ডায়।

    একসময় আমারো এই রকম মনে হতো ...... এখন মনে হয় মুখোশটা আছে বলেই মনে হয় ভালো আছি। এই মুখোশটা না থাকলে সমাজে বাস করাটা কষ্টকর।
    তুমি তো দেখা যায় ভালো ইঁচড়ে পাকা ...... তোমার কবিতাগুলোর মধ্যে সেই রকম পরিপক্কতার ছোঁয়া আছে। চালায়ে যাও। :boss: :boss: :boss:

    জবাব দিন
  2. মুসতাকীম (২০০২-২০০৮)

    ভাই তুইও একটা ডিজিটাল বেল্ট লাগাইয়া নে :no: :no:


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন
  3. সামিয়া (৯৯-০৫)

    কুত্তা হইসে কবিতাটা!!

    অটঃ কুত্তা কিন্তু নেগেটিভ অর্থে না, কুত্তা হচ্ছে চরম চরম চরম চ্রম চ্রম চ্রম......জোশ, সেইরকম জোশ অর্থে কুত্তা শব্দটা আমরা ব্যভার করে থাকি 😀

    জবাব দিন
  4. আন্দালিব (৯৬-০২)

    লেখা থামিও না হুট করেই। তোমার কবিতা পড়তে খুব ভালো লাগছে। চিন্তাগুলো এলোমেলো না, আবার অতিআবেগে থরোথরোও না। খুবই গোছানো, পরিমিত প্রকাশ!

    আরো পড়তে চাই, লিখতে থাকো। নিজেকে নিয়ে লেখো, নিজের চিন্তা নিয়ে যেমন লিখবে, তেমন তোমার চারপাশের অনুষঙ্গগুলো কীভাবে তোমার চিন্তায় আসে, মানে তুমি কীভাবে সেগুলোকে "পাঠ" করো সেটাও কবিতায় তুলে আনো।

    :clap:

    জবাব দিন
    • টিটো রহমান (৯৪-০০)
      চিন্তাগুলো এলোমেলো না, আবার অতিআবেগে থরোথরোও না। খুবই গোছানো, পরিমিত প্রকাশ!

      :thumbup: :thumbup:

      একটা কবিতায় আমার সবচেয়ে বেশি ভালো লাগে উপমার জুতসই ব্যবহার। সেটা শাহরিয়ার ভালোই পারো। এই কবিতাটার পর তোমার কাছে চাওয়া বেড়ে গেলো অনেক অনেক....


      আপনারে আমি খুঁজিয়া বেড়াই

      জবাব দিন
  5. পাভেল (১৯৯৩-৯৯)

    অনেক ম্যাচিউরড লেখা, পড়ে ভাল লাগল। "সুচতুর জোয়ার" , "মানুষ দেখবার প্রবল ইচ্ছে" কথাগুলা দারুন লাগল। ওভারঅল থীমটাও ভালো। কিপ ইট আপ :thumbup:
    শেষ দুইলাইন একটু বক্তব্যধর্মী লেগেছে। হয়তো এইখানে একটু ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল।

    জবাব দিন

মওন্তব্য করুন : মুসতাকীম (২০০২-২০০৮)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।