ভ্যাকেশন শুরু ও একটি কবিতা

ভ্যাকেশন শুরু হল কাল!ঈদের ছুটি!কিন্তু মাত্র ১৩ দিনের ছুটি!তারপরই কলেজ আর ২ দিন পরই টেস্ট!কী যে ব্যস্ততা!আর বাসায় আসতেই আম্মার চিল্লাচিল্লি “পড়তে বস!
কলেজে থাকতে শুধু প্লান করি,ভ্যাকেশনে গিয়ে এই করবো,ওই করবো!বাসায় আসতেই সব হাওয়া!শেষে একবার সব পরিকল্পনা ডায়েরীতে লিখে রাখতাম…কিন্তু বাসায় এসে সেদিকে আর মন থাকে না!তবুও স্বপ্ন দেখি…কলেজের বিরক্তিকর দিনগুলোতে অপেক্ষায় থাকি ছুটির!
আর বাসায় আসলে,প্রথম দু একদিন খুব উত্তেজিত থাকি…তারপর আবার কলেজের ফ্রেন্ডদের মিস করতে শুরু করি!তবুও ভ্যাকেশন ভাল!আর মাত্র একটা ভ্যাকেশন বাকি আছে ক্যাডেট লাইফে!
ছোট্ট ভ্যাকেশন…দেখতে দেখতে কেটে যাবে!ইনশাল্লাহ সিসিবি তে ভালো কাটবে সময়!
………………………………………………………………
কবিতাঃ স্বপ্ন

স্বপ্ন জানে না স্বপ্নের মতো অন্ধ
আছে এক আলো আকাশের নীল পর্দায়
না জেনেই যদি অচেনা দু’চোখ বন্ধ
করে রাখে,হায়,স্বপ্ন বিফল কার দায়!

আকাশের চেয়ে ঢের নীল ঢের শূণ্য
হাহাকার উঠে গভীর বুকের বৃত্তে
বন্ধ কপাট খুলে দিতে প্রেম পূণ্য
জেনে নেয় পাঠ নতুন তালের নৃত্যে!

স্বপ্ন ফুরিয়ে নীল জানালায় রোদ ভোর
নতুর হাওয়ার আচমকা হিম স্পর্শে
প্রার্থনারত বৃক্ষেরা ঘিরে মায়া ঘোর
ফুলের রেণু উড়ে যায় উৎকর্ষে!

১,২৯৬ বার দেখা হয়েছে

১৬ টি মন্তব্য : “ভ্যাকেশন শুরু ও একটি কবিতা”

  1. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    তবুও স্বপ্ন দেখি…কলেজের বিরক্তিকর দিনগুলোতে অপেক্ষায় থাকি ছুটির! ভাইরে,দুইটা বছর যাইতে দেও,এইরকম একটা বিরক্তিকর দিন ফিরা পাওয়ার বদলে বসরা আর সমরখন্দ শহরও যদি লেইখা দিতে হয় তাইলেও আপত্তি করবানা-পাকা কথা দিতেছি মিলায় নিও।

    ইস আমাদের সময় যদি ক্যাডেট কলেজ ব্লগ থাকত!!!

    জবাব দিন
  2. মাহবুবা সোনিয়া (৯৭-০৩)

    তবুও স্বপ্ন দেখি…কলেজের বিরক্তিকর দিনগুলোতে অপেক্ষায় থাকি ছুটির! ভাইরে,দুইটা বছর যাইতে দেও,এইরকম একটা বিরক্তিকর দিন ফিরা পাওয়ার বদলে বসরা আর সমরখন্দ শহরও যদি লেইখা দিতে হয় তাইলেও আপত্তি করবানা-পাকা কথা দিতেছি মিলায় নিও

    একদম সত্যি কথা.......

    জবাব দিন

মওন্তব্য করুন : শোভন (২০০২-২০০৮)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।