লাইভ ফ্রম কলেজ-৩

প্রিটেস্ট পরীক্ষা শেষ হলো…বিদায়ের দিন ক্রমশ এগিয়ে আসছে!এই শেষ মুহুর্তে এসে একটু মন খারাপ হয়!তবু সিনিয়র ক্লাস…,সেই আনন্দে সুখে থাকি!ভ্যাকেশনের ১৫ দিনের মত বাকি!দিন গুলো খুব উত্তেজনায় কাটছে!১০ তারিখ থেকে ICCBVM শুরু হতে যাচ্ছে!আমরা হোস্ট!চ্যাম্পি্যন্স লীগের খেলাগুলো মিস করতে ইচ্ছে হয় না!আজ যেমন ডিভিডি দেখব,স্পেশাল ডিনার…এসব আনন্দের তুলনাই হয় না!
সবাই ধীরে চিন্তিত হয়ে পড়ছি।ক্যারিয়ার নিয়ে।কলেজ থেকে বের হয় কী করব…এসব চিন্তা হয়।সোসাইটি ক্লাসে বসে ব্লগ লিখছি!আর খুব মিস করছি সিসিবি কে!সবাই ভাল থাকবেন!

২,১২৩ বার দেখা হয়েছে

৩৪ টি মন্তব্য : “লাইভ ফ্রম কলেজ-৩”

  1. সাল্লু (৯২/ম)

    "সোসাইটি ক্লাসে বসে ব্লগ লিখছি" - আমগো সময় গার্ডেনিংয়ের নামে ঘাস কাটাইতো x-( x-( x-( x-(
    ভবিষ্যৎ নিয়া বেশী চিন্তা করোনা, শুভই হবে। তারপর উচ্চতর অন্য কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে লাইভ ব্লগ করবা এই দোয়া রাখি।

    জবাব দিন
  2. রশিদ (৯৪-০০)

    উহু......একদম উল্টা-পাল্টা চিন্তা না......এখন চিন্তা শুধু HSC-তে ভালো করার......আর কলেজের সবকিছু এনজয় করা.....নানারকম ফাঁকিবাজির নয়া ফিকির করা.....

    হায়রে আমার সোনাঝরা দিনগুলো.......তোমার লেখা পড়তে গিয়ে কেমন করে উঠলো যেন মনটা......

    ভালো থাকো সবাই......শুভকামনা

    জবাব দিন

মওন্তব্য করুন : Mafruha Yasmin Prisila (2001-2007)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।