আমার কষ্টগুলো ……



আমার কষ্টগুলো খুব মায়াবী আর লাজুক
ফরসা গাল তার টকটকে লাল হয়ে যাবে,আপেলের মতন
আরক্ত-দু’মুহুর্ত যদি কথা বলো ওর সাথে!
আর ভীষণ নির্লিপ্ত,আর গম্ভীরও,-এবং চুপচাপ-
কোন হৈচৈ নেই-কোন দুষ্টুমী নেই একেবারে!
আমার কষ্টগুলো মিছিলে দাঁড়িয়ে শ্লোগান দিতে পারে না,
তোমাদের কোন সুবিখ্যাত নেতার মতো-
জনসমাবেশে বক্তৃতা দিতে পারে না আঙুল নেড়ে নেড়ে
ধূমায়িত চায়ের কাপ হাতে তর্ক করতে পারে না ঘন্টার পর ঘন্টা,
আমার কষ্টগুলো স্পষ্ট করে জানানও দিতে পারে না তার-
অভিযোগ,আনুযোগ!কেবলই সে হাসে মিটিমিটি,চুপচাপ!
আর হাসাতেও জানে -আমার শত্রুর মুখে হাসি!

আর জানে-
হঠাৎ আমার বুকের পাঁজর দরোজা খুলে ঢুকে যেতে বুকে
তারপর অন্ধ অভিমানী মেয়ের মতো
আমার হৃদপিন্ডে আঘাতে আঘাতে তার সব অভিমান
তার সব কান্না ঢেলে দিতে-আমাকে কাঁদিয়ে
তারপর সেও ডুকরে কেঁদে উঠে!
একেবারে আমার ছেলেবেলার মতন!

২,৪১৪ বার দেখা হয়েছে

৩০ টি মন্তব্য : “আমার কষ্টগুলো ……”

  1. তাইফুর (৯২-৯৮)

    কবিতা লিখার সবচেয়ে common উপজীব্য বোধহয় ... কষ্ট

    কষ্টে থাকতে থাক
    আর
    কবিতা লিখতে থাক


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  2. কামরুল হাসান (৯৪-০০)

    খুব সাধারণ মানের।

    কবিতার মাঝখানে ছবি দিও না। দেখতে খারাপ লাগে।
    শেষে দাও।
    আর সব সময় কবিতার সাথে ছবি দিতে হবে এমন কোন কথাও নাই।


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন

মওন্তব্য করুন : কুচ্ছিত হাঁসের ছানা (৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।