গ্রীষ্মের সকাল

সকালেই কাকের অকাল ভালবাসা
বিদ্যুতের দুই তারে দুই কাক
প্রচন্ড শব্দে ফুটল ট্রান্সফরমার
বিদ্যুত গেল চলে, আমিতো হতবাক

উফ, আবহাওয়া ভয়ানক গরম
দেখি ঘেমে গেছে তোমার নাক
আদর করে গেলাম মুছতে
দেখালে তুমি ভীষণ রাগ।

৬৩০ বার দেখা হয়েছে

৪ টি মন্তব্য : “গ্রীষ্মের সকাল”

  1. সামিউল(২০০৪-১০)

    আহারে! ভালবাসবাসিতে কাকের মরণ,
    কষ্ট লাগলো,

    বেরসিক বিদ্যুত বোঝে না তো প্রেম,
    ট্রান্সফরমার ফেটে যায়;
    end হয় game..


    ... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!

    জবাব দিন

মওন্তব্য করুন : মোস্তাফিজ (১৯৮৩-১৯৮৯)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।