৬ বছর বা ২২০৩ দিন – ৫ম পর্ব

আজ ভাবছি ঢালাও করে কিছু স্মৃতি লিখব। যদিও আমি জানি এই স্মৃতিগুলো সবারই মনে থাকার কথা। যেমন সকালে মাত্র দুটি বাথরুম-টয়লেটে ১৭-১৮ জনের টয়লেট, দাঁত মাঝার সিরিয়ালের লম্বা লাইন, পিটি বা ড্রিলে সবার সামলে দৌড়াও বা মার্চ কর, পিটির পর বাথরুমে গোসলের আবারও লম্বা সিরিয়াল, ব্রেকফাস্টের ফল-ইনে মার্চ ঠিকমত না হলে পেছন থেকে ক্লাস এইটের আদেশে নিজের ক্লাসমেটের লাথি খাওয়া, ব্রেকফাস্টের পর তিন পিরিয়ড নভিসেস ড্রিলের জন্য প্র্যাকটিস করা, এরপর একাডেমিক ব্লকে ক্লাসে এসে ঘুমানো ইত্যাদি ইত্যাদি। প্রত্যেকবার ডাইনিং হল থেকে বেরিয়ে দৌড়ে দৌড়ে হাউসে বা ক্লাসে যাওয়া, লাঞ্চের পর হাউসে এসে গাইড ভাইদের পাঙানি খাওয়া, গেমসে একটি ফুটবল নিয়ে ৫০ জনের হাস্যকর খেলা, নামাজ শেষে প্রেপের ফল-ইনে সবার আগে পৌছানো, প্রেপের মাঝে হঠাৎ খবর হল নাইট প্রেপের পর আমাদের চরম পাঙানি দেওয়া হবে সেই চিন্তায় সারা প্রেপে ভয়ে ভয়ে থাকা এরকম আরও অনেক অনেক জ্বালা।

এই ঘটনাগুলে ক্লাস সেভেনে সবারই কম-বেশি প্রতিদিনই ঘটেছে। তারপর চালু হল নিজের ক্লাসমেটের কাছে টিজ খাওয়া এবং টিজ করা। আমি হলফ করে বলতে পারি প্রতিটি সেভেনের ক্যাডেট তখন প্রতিটি মুহূর্তে কলেজ ছেড়ে চলে যাওয়ার কথা ভাবত। এমনকি ছুটিতে গিয়ে ফিরে আসতে চাইত না, কিন্তু বাবা-মায়ের পীড়াপিড়িতে ঠিকই আবার ফিরে আসতে হত। আমার যখন ক্লাস সেভেনের এই স্মৃতিগুলো মনে পড়ে তখন ভাবি সেই ক্লাস সেভেনে থাকাকালীন সময়ে আমারা কতটা অসহায় জীবন যাপন করতাম। কিন্তু তারপরও হয়ত সেই শিক্ষাগুলো আজও কোন না কোনভাবে আমাদের বর্তমান জীবনে সহায়তা করে যাচ্ছে।…………………………..(চলতে থাকবে)

১,৩২৪ বার দেখা হয়েছে

১৭ টি মন্তব্য : “৬ বছর বা ২২০৩ দিন – ৫ম পর্ব”

  1. জাহিদ (১৯৯৯-২০০৫)
    আমার যখন ক্লাস সেভেনের এই স্মৃতিগুলো মনে পড়ে তখন ভাবি সেই ক্লাস সেভেনে থাকাকালীন সময়ে আমারা কতটা অসহায় জীবন যাপন করতাম। কিন্তু তারপরও হয়ত সেই শিক্ষাগুলো আজও কোন না কোনভাবে আমাদের বর্তমান জীবনে সহায়তা করে যাচ্ছে।

    :thumbup: :thumbup: :thumbup:

    জবাব দিন
  2. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    ক্লাস সেভেনের সেকেন্ড টার্ম(৭ দিন শেষ করার পরেরটা) আমার মতে টাফেস্ট টার্ম।তবে ক্লাস এইট লাইফটাই সবচেয়ে ঝামেলার-কারণ তখন না সিনিয়র না জুনিয়র অবস্থা চলে। 🙁

    জবাব দিন
  3. রকিব (০১-০৭)
    কিন্তু তারপরও হয়ত সেই শিক্ষাগুলো আজও কোন না কোনভাবে আমাদের বর্তমান জীবনে সহায়তা করে যাচ্ছে।

    অনেক পরে এসে বুঝেছি।:-?


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  4. আহমদ (৮৮-৯৪)
    গেমসে একটি ফুটবল নিয়ে ৫০ জনের হাস্যকর খেলা

    😡 :goragori: 😡 :goragori: আমি কোন পারফেক্ট ইমো পেলাম না। আফসোসঃ লেখাটা পড়ে মনের সঠিক অবস্থাটা বোঝানো গেল না।


    চ্যারিটি বিগিনস এট হোম

    জবাব দিন

মওন্তব্য করুন : মেহেদী হাসান (১৯৯৬-২০০২)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।