কবিতা দিয়ে শুরু করলাম। boaring or sixer

রবিহীন পৃথীবিতে মিলবেনা প্রান জ়্যতি আলো
ঘুচবেনা মনের অন্ধকার সম কালো কুসাংস্কার
ফু্টবেনা ফুল, হবেনা বায়ু সঞ্চার
সৃস্টি হবেনা বাংলার ঋতু সমাহার ।

বাঙ্গালি মাতবেনা প্রেম ঝ্ররনাধারে
ফিরে ফিরে গাইবে সুরহীণ গান, ঘুরে ঘুরে-
আসবে ফিরে, প্রানপরশহীণ আনুভুতি বারে বারে
রবিহীন অন্ধকার আকাশ, কে কবি আলোতে ভরাতে পারে ।

বাঙ্গালির আকাশ হবে সঙ্কীণ রবিহীন যুগে
আমার বান্দনা তাই নিখিল বিস্মবিধাতারে
রবিহীণ পৃথিবীতে, কে কবি চাই বাচিতে
এ অধম কবি কি লিখবে রবিহীণ পৃথীবিতে ।

তাই প্রণমি আমার মৃত্যু দেবতা শ্রীচরনে
কর ধংস এ কবিঘর, তোমার প্রথম আগ্রাসনে
হও শান্ত,করোনা বৃস্তৃত তোমার কুজ়ঝতটিকা
মৃত্যুহীণ চিরিন্তন বাঙ্গালি আন্তপ্রাণে ।

১,২৪২ বার দেখা হয়েছে

১৫ টি মন্তব্য : “কবিতা দিয়ে শুরু করলাম। boaring or sixer”

  1. আহসান আকাশ (৯৬-০২)

    যাক, শেষ পর্যন্ত আইলি...... তবে আগেই তো তোরে বলছি, কবিতা ভয় পাই... এরপর লেখা চাই। আর তারাতারি পোস্টে কলেজের ট্যাগ লাগা।


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  2. মাসুদুর রহমান (৯৬-০২)

    সাবাইকে ধন্নবাদ। আমি এখানে নিউ। তাই অনেক ভুল তুল হবে। কি আর করা। নভিসেস পেরেড আগে শেষ হোক। টারপর মেইন পেড়েড। কী বলেন। আর একটা সমস্যা হল আমি বাংলা ভালো টাইপ করতে পারিনা। কামরুল তাপু তোরে কি কই............বানান ভুল অই কারনেই টাইপ করতে পারিনা।

    জবাব দিন

মওন্তব্য করুন : আহসান আকাশ (৯৬ - ০২)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।