পামপট্টি পোষ্ট উইথ ইমোটিকন ফ্লেভার

আমার খালি মেজাজ খারাপ হয়।
সকালে দেরিতে ঘুম থেকে উঠার জন্য মেজাজ খারাপ হয়..আবার মেজাজ খারাপ হয় রাতে দেরিতে ঘুমানোর জন্য… ~x(
দাত ব্রাশ করতে যখন নিজের চেহারাটা আয়নায় দেখি তখন আবার মেজাজটা বিগড়ায়… 😐
আবার নিচে নাম..নাস্তা কর…উফফ..এতো ঝামেলা ক্যান জীবনে… 😕
রাস্তায় বাইর হইলেতো কথাই নাই…তখন আর মেজাজ খারাপ হয় না..মন খারাপ হয়… =((
ক্লাসে যেয়ে স্যারের মুখ দেখলেই মেজাজ খ্রাপ হয়….হয়তো স্যারেরও হয়..কে জানে… 😕
সেশনাল ক্লাসে কাবিল পোলাপাইনের কাবিলাতি দেখলে আমার আর মেজাজ ঠিক থাকেনা… :-B
বিকালে রুমে আইসা আধমরার মত পইড়া পইড়া ভাবি..ধুরো,খালি গ্যান্জাম… :dreamy:
আর ভাল্লাগে না….
ভালোই লাগেনা…
রাতে মাথা একটু ঠান্ডা হইলে ভাবার চেষ্টা করি…এতো মেজাজ খারাপ করার কি আসে.. :-/
কিসের কি…মাথা আবার গরম হয়ে যায়… x-(

আমার খালি মেজাজ খারাপ হয়…
খালি এক জায়গায় আসলে আমি ভাল থাকি.. 🙂
ফুরফুরা থাকি…. 😀
সিসিবিতে আসলে আমি জলের মাছ জলে নেমে যাই… :party:
আর খালি সাতার কাটি…
আমি খালি সাতার কাটতে চাই…আমি মাইকেল ফেল্পস এর রেকর্ড ভাঙতে চাই… :((

২,১৮৪ বার দেখা হয়েছে

৩৫ টি মন্তব্য : “পামপট্টি পোষ্ট উইথ ইমোটিকন ফ্লেভার”

  1. মুহাম্মদ (৯৯-০৫)

    তাইলে তো আমার মেজাজ খারাপের মাত্রা অনেক কইমা গেছে। কারণ, পঙ্গু হইয়া সারাদিন রুমে বইসা থাকি। সারাদিনই থাকি নেটে। গিয়ানজাম কম। জল অনেক। নামতেও বাধা নাই। এই জীবনই তো দেহি ভালা। 🙂

    জবাব দিন
  2. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    এই ব্লগ কইলাম অনেক সোয়াব কামাইতেছে।আগে অনেক দোস্তরে দেখতাম অন্য সাইটে(কি সাইট বুইজা নেন ভাইজানেরা) ঢূঁ মারতাছে তারা এই সময় এখন দেয় সিসিবিতে...
    সিসিবি জিন্দাবাদ!! 😀

    জবাব দিন

মওন্তব্য করুন : সাব্বির (১৯৯৫-২০০১)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।