সকালের মুক্তা

সকাল যখন মুচকি হেসে..
ছড়িয়ে আলো চারদিকে..
চোখের উপর আস্তে বসে..
ডাকে আমায় তার দিকে..

তন্দ্রা তখন দৌড়ে পালায়
হুড়মুড়িয়ে তার ছোটা..
ঝকমকানো মুক্তো দেখি
আসলে পানির ফোটা!!

শিশির ঝরা পাতার পানে
চেয়ে আমার মন নাচে…
আল্লাহ তুমি অনেক মহান
শুকরিয়া তোমার কাছে..

4e121

৫৭ টি মন্তব্য : “সকালের মুক্তা”

  1. আলম (৯৭--০৩)

    সকালে জাগলে আসলেও খুব ভাল লাগে, কোমল প্রকৃতিতে ফুরফুরে হয়ে যায় মনটা।

    ভোর বিহানে জগতটাতে
    কত্তো কিছু আছে, দেখার
    ঘুমকাতর এই অলস দেহ
    জানেওনা কী বাকি, শেখার।

    জবাব দিন
  2. সাকেব (মকক) (৯৩-৯৯)

    আমি প্রথমে কবিতা পড়ার সময় 'ছবি'টা মিস কইরা গেসিলাম...

    সবার কমেন্ট পড়তে গিয়া 'ছবি'র এতো প্রশংসা দেইখা একমাত্র বন্য'র নতুন আপলোড করা প্রোফাইল ছবিটার কথাই মনে পড়তেসিল :-/ ...আসলেই সিসিবির 'পরিবেশ' নিয়া চিন্তায় পইড়া গেসিলাম ~x(


    "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
    আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

    জবাব দিন

মওন্তব্য করুন : জুনায়েদ কবীর(৯৫-০১)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।