পরিবর্তন

চারপাশে তুমুল বৃষ্টি হচ্ছে । একটা সময় ছিল যখন বৃষ্টি খুব ভালো লাগত। এখন আর অতটা লাগে না , ঘোর বৃষ্টিতেও মাঝে মাঝে টেরই পাইনা যে বৃষ্টি হচ্ছে।

একটা সময় ছাদের আটকে যাওয়া বৃষ্টির পানিতে ছিটাছিটি করে ফুটবল খেলতাম । বৃষ্টির পানির সাথে ছিটকে আসা পানি আনন্দটাকেও যেন দ্বিগুণ করে দিত।

একটা সময় ছিল স্কুল থেকে দল বেঁধে টেম্পুতে করে বাসায় আসতাম। হেল্পার ভাড়া চাইলে দুইটাকা দিয়ে বলতাম , ” হাফভাড়া ” ।

একটা সময় ছিল যখন থার্ড প্রেপের পরে কোন এক রুমে তুমুল আড্ডা হত। কেউ পচাইত, কেউ পচত। ইহকাল পরকালের সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা শেষে সবাই রুমে ফিরতাম, তারপর খাটে শুয়ে রুমমেটের সাথে গুনগুন করে সদ্য শেষ হওয়া আলোচনা নিয়ে আলোচনা করতাম।

একটা সময় ছিল যখন অনেক ব্লগিং করতাম। পোষ্ট দিয়ে বসে থাকতাম কমেন্টের জন্য , মাঝে মাঝে কারও কমেন্ট পড়ে একা একাই গলা ফাটিয়ে হাসতাম ।

একটা সময় ছিল যখন অনেক স্বপ্ন দেখতাম । দেশ, জাতি , ভবিষ্যৎ, হরেক রকম রঙ্গিন সপ্নের মেলা।

একটা সময় অনেক অন্যরকম ছিলাম। তখন বৃষ্টি আমাকে ভেজাতে পারত। আজকাল আর পারে না, রেইনকোটের গা বেয়ে বৃষ্টিগুলো আমার দৃষ্টি আকর্ষণ করতে চেয়ে অভিমানে ঝরে পড়ে যায় , আমি ফিরেও তাকাই না।

১,৬৭৭ বার দেখা হয়েছে

১৩ টি মন্তব্য : “পরিবর্তন”

মওন্তব্য করুন : আহসান আকাশ (৯৬-০২)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।