ধারাপাত-৩

১.দুবোর্ধ্য
———–

খিকজ !

২.স্ট্যাটাস আপডেট
—————-

জীবনের চাকাটা ভাই চলে নাকো ঠিক
শুধু জোড়াতালি দেই,পুরোটাই লিক।


৩.সময়জ্ঞান
————-

আটটায় ক্লাস,আমি উঠে দেখি সাত,
সময় অনেক আছে,ভেবে হই কাত,
বারটার পরে উঠে মাথাতেই হাত ।

৪.কাক কা কা করবেই
————————-

শেবাগ নামের গাধা বলে
আমরা নাকি অর্ডিনারি,
জানত না সে, রাগলে মোরা
কি থেকে কি করতে পারি।

৫.আশাবাদী
————

জান নাকি বিজ্ঞান সবকিছু দিচ্ছে
সবকিছু পাবে তুমি,কর যদি ইচ্ছে
কবে পাব ভালোবাসা বাজারেতে
দোকানীকে বলব,থলে হাতে
ফ্রেশ দেখে ওটা দিন,সবাই যা নিচ্ছে।


৬.টোনাটুনি
—————-

টোনা বলে ওরে টুনি
পিঠা কর।
টুনি ঝাড়ি দিয়ে বলে
দূরে মর।
টোনাটুনি,ঝগড়াটা
সুন্দর !সুন্দর !

৭.ভারতসফর
————-

কেউবা বলে শেখ হাসিনা
দেশ বেচলেন।
কারও মতে,জয়ী হয়েই
ফেরত এলেন।
সঠিকটুকু জানার তরে,
নিজের দুকান বন্ধ করে,
মগজটাকে ইউজ করেন।

৮.বোকা মেয়ে
————-

ভাবে থাকে মেয়েটা
যেন সে মাধুরী,
কথা বলে কাটাকাটা
স্বভাবেও আদুরী।

পাত্তা না পেলে সে
করে থাকে মন ভার,
কেউ চেয়ে তাকালেই
খুশিতে ভরে আবার।

৯.শৈতিক !
———-

শীতের দিনে
ভয়টা বিনে
গোসলখানায় যাই।

কল ছাড়লেই
ভয় বাড়লেই
মতটাকে পাল্টাই।

আস্তে করে
রুমে ফিরে
লেপেই খুজি ঠাঁই।

পূর্বের পর্বগুলো :
ধারাপাত-১
ধারাপাত-২

১,৬১৮ বার দেখা হয়েছে

২১ টি মন্তব্য : “ধারাপাত-৩”

  1. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    দোকানীকে বলব,থলে হাতে
    ফ্রেশ দেখে ওটা দিন,সবাই যা নিচ্ছে।
    ইয়ে দোকানে যে পাওঞ্জায়না তা না তয় কিনতে হইলে নেগোশিয়েট করার জ্ঞাণ থাকা চাই 😀
    অফ টপিক-আমার ঐ জ্ঞান নাই,বড়ভাই/অভিজ্ঞদের কাছ থিকা শুঞ্ছি।

    জবাব দিন

মওন্তব্য করুন : জুনায়েদ কবীর (৯৫-০১)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।