ধারাপাত-২

১.অনুভূতি
———
ছি!

২.বাস্তবতা
————–
বাংলাদেশ যেন এক জলন্ত চুলা
হরদম সিদ্ধ হয় গণতন্ত্র মূলা।

৩.আত্মোপলব্ধি
—————-
সবাই বলে দুইটাকা নোট অচল নাই
অচল আমায় বলে আমার বাপ মা ভাই
দুই টাকারে গুরু মানি আজকে তাই!

৪.ক্ষমাপ্রার্থনাপূর্বক
——————
একখান গোপন কথা যাই আমি কইয়া
রুপবানে নাচে যখন কোমর দুলাইয়া,
বিশাল সাইজের একখান বডি লইয়া
মাস্ফ্যুভাই থাকে তখন লংআপ হইয়া!

৫.দিন বদলের গল্প
———————-
আগে আমি অনেক ভালো ছাত্র ছিলাম,
হঠাৎ করেই রাজনীতিতে জড়িয়ে গেলাম,
ক্যাডার হলে হল দখলের কাজটা পেলাম,
নতুন ব্যাচের ছাত্র কিছু সঙ্গে নিলাম,
ঠিক এভাবেই বদলে গেলাম,বদলে দিলাম!

৬.শব্দার্থ
———-
যুগটা এখন মর্ডান ভাই
এখন প্রেমের মানে,
কেএফসি বা পিজাহাট
সব প্রেমিকই জানে।
প্রেম পীরিতের গুল্লি মারি
সব ভেসে যাক বানে!

৭.ইউটার্ণ
————
কার মনে কি আছে তা
জানা বড় ভার,
জলিল সাবেরে দেখে
বুঝি তা আবার।
এই কথা,ওই কথা
বুঝি না ভাই ছাতামাথা
রাজনীতি সত্যি আজিব ব্যাপার!

৮.পরিপ্রেক্ষিত
—————-
কর্ত্রী : জানালায় বসে দেখি
ঝুমঝুম বৃষ্টি,
সত্যি বিধাতার
অপূর্ব সৃষ্টি।

বুয়া : টিনফুটা,টুপটাপ
পানি পড়ে সারাদিন,
খোদা আমি মাফ চাই
বৃষ্টিটা বাদ দিন।

৯.আত্মীয়তা
————–
সিএনজিতে
একলা বসে
বাসায় যাই।

মধ্যিপথে
হঠাৎ মামার
দেখা পাই।

এরপরেতে
দুই চোখেতে
মলম ছাড়া কিচ্ছু নাই।

১,৯৯৪ বার দেখা হয়েছে

৩১ টি মন্তব্য : “ধারাপাত-২”

  1. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    একখান গোপন কথা যাই আমি কইয়া
    রুপবানে নাচে যখন কোমর দুলাইয়া,
    বিশাল সাইজের একখান বডি লইয়া
    মাস্ফ্যুভাই থাকে তখন লংআপ হইয়া!

    ওই,আমি মিলারে মোটেও ভালা পাইনা x-( তাছাড়া উনি সম্পর্কে আমাদের ভাবী(জনশ্রুতি অনুযায়ী উনার ইয়ে এফ সি সির এক্স ক্যাডেট)

    জবাব দিন
  2. বন্য,
    তোর জন্য
    এতদিন লাগত বড় শূণ্য,
    আজকে আমি হলাম ধন্য,
    তুই কবিতাটা লিখেছিস অনন্য,
    অন্য সব লেখার চাইতে ভিন্ন,
    হৃদয়টা তাই খুশিতে হইল পূর্ণ,
    ৫ দিয়ে রেখে গেলাম সেই চিহ্ন......

    🙂

    জবাব দিন
  3. আহসান আকাশ (৯৬-০২)

    বাহ... বন্যও কামফ্রন্ট করলো দেখা যায়, দারুন হইছে।


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  4. রকিব (০১-০৭)

    বইন্যদা রক করে। আমি আপনারে লইয়া একটা কোবতে লেখছিঃ

    বন্য, (ভাই)
    ধন্য;
    গুণে
    অনন্য।

    অফটপিকঃ আপনে মাঝে মাঝে যে বঙ্গোপসাগরে ডুব মারেন ক্যান? 😕


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন

মওন্তব্য করুন : আহমদ (৮৮-৯৪)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।