কাটপেষ্ট কৌতুক -২

১.
ইঞ্জিনিয়ারিং এ সদ্য ভর্তি হওয়া তিন ছাত্রের তর্কের বিষয়বিস্তু ‘মানবদেহ কে নকশা করতে পারে?’
প্রথমজন বলল, ‘বোধহয় মেকানিক্যাল এঞ্জিনিয়রের কাজ। লিভার, পিভট প্রভ্বতি সবকিছুই তো আছে মানব দেহে। এটা মেকানিক্যাল না হয়ে যায় না’

দ্বিতীয়জনের মতামত, ‘না, এটা ছিল ইলেকট্রিক্যাল এঞ্জিনিয়র। ব্রেইনে স্নায়ুগুলোর ওয়্যারিংটা দেখ। কি ভীষণ জটিল কারবার! ইলেকট্রিক্যাল ছাড়া আর কার সাধ্য??’

ত্বতীয়জন মুচকি হেসে, ‘না, হলো না। সিভিল এঞ্জিনিয়র হবে। এরা ছাড়া আর কে বিনোদনের জায়গা দিয়ে ময়লা পানির নালা টানবে!’

২.
সরকার আনবিক শক্তি কমিশনের কর্মকর্তাদের কম্পিউটার বিষয়ে প্রশিক্ষন দেয়ার উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে প্রোগ্রামিং শেখানো হবে। ল্যাঙ্গুয়েজ হিসেবে বাছাই করা হয়েছে সি।

প্রশিক্ষনের জন্য নির্বাচিত একজন কর্মকর্তার অভিমত, আমাদের যে A, B কিছু না শিখাইয়া সরাসরি C শিখাবে বলতেছে, আমরা কি পারবো?

৩.
শিক্ষিকা : লেখো ৫৫।
ছাত্রী : কিভাবে মিস?
শিক্ষিকা : প্রথমে একটা ৫ লেখো তারপর আরেকটা ৫।
ছাত্রী একটা ৫ লিখে থেমে গেল।
শিক্ষিকা : কি হল ?
ছাত্রী : কোনপাশে লিখব বাঁপাশে না ডানপাশে?

৪.
ক্রেতা :- এই আয়নার কি গ্যারান্টি আছে ?
সেলস ম্যান – স্যার.. ১০০ তলা থেকে ছুড়ে ফেলে দেন.. ৯৯ তলা পর্যন্ত যদি ভাঙ্গে তাহলে পয়সা ফেরৎ।

৫.
এক মেয়ে আধঘন্টা ফোন করার পর ফোন রেখে দেওয়ায় তার বাবা খুশি হয়ে জিজ্ঞাসা করলেন ‘ কার সাথে কথা
বলছিলে? সাধারণত তুমি তো ২ ঘন্টার আগে ফোন ছাড়ো না।”
“ওটা রং নাম্বার ছিল ” মেয়েটা গম্ভীর মুখে জবাব দিল।

৬.
ভিক্ষুক:- স্যার.. আগে আপনি আমাকে প্রতিদিন ১০ টাকা দিতেন.. তারপর প্রতিদিন ৫ টাকা দিতেন.. আর আজ ক’দিন হলো প্রতিদিন ১ টাকা দিচ্ছেন..

লোকটা :- আগে আমি অবিবাহিত ছিলাম.. তারপর আমার বিয়ে হলো.. আর এখন আমার একটা বাচ্চা হয়েছে..

ভিক্ষুক:- ছিঃ .. আমার পাওনা টাকায় সংসার চালাচ্ছেন স্যার..

৭.
এক সৌখিন অ্যাসট্রোনোমার গ্রামে গেছে বেড়াতে। সাথে তার মস্ত টেলিস্কোপটা নিতে ভুলে নাই। রাতে ধান ক্ষেতের ধারে তেপায়ার উপর টেলিস্কোপটা ফিট করে আকাশ পর্যবেক্ষন করছে আর চারিদিকে তাকে ঘিরে দাড়িয়ে আছে বেশ কয়েকজন উৎসুক গ্রামবাসী।

সে টেলিস্কোপে চোখ রেখে দেখছে, এমন সময় একটা তারা আকাশে খসে পড়লো.. সাথে সাথে বিশাল করতালী গ্রামবাসীদের ..

নিশানাটা দেখসো.. কেমনে গুল্লি টা করলো..

৮.
জন রাস্তা দিয়ে হেটে যাচ্ছে। এক পিচ্চি তাকে প্রশ্ন করল – কয়টা বাজে?
পৌনে তিনটা
তিনটা বাজলে আমার পাায় একটা চুমো দিও।
এই কথা বলেই পিচ্চি দিয়েছে দৌড়। জন রেগে গিয়ে তার পিছে পিছে দৌড়াচ্ছে।
পথে ববের সাথে ধাক্কা খেল।
বব- কিরে দোস্ত, দৌড়াস কেন?
– আরে হালার পিচ্চি কয় তিনটা বাজলে ওর পাায় চুমু খেতে…
– এই জন্য দৌড়াচ্ছিস!! এত তাড়াহুড়া কিসের শুনি ???? তিনটা বাজতে এখনো দশ মিনিট বাকি।

৯.
জেল অফিসারঃ জেলখানার ভেতর যারা আছে তারা সবাই ভীষন দুর্দান্ত চরিত্রের মানুষ। তুমি কন্ট্রোল করতে পারবেতো
চাকরি প্রার্থীঃ পারবনা মানে, বেশি তেড়িবেড়ি করলে ঘাড় ধরে বের করে দেব।

সর্দারজী জোকস:
১.
সর্দারজী নতুন চাকরিতে জয়েন করেছে। প্রথম দিনই সেন অফিসের পিসিতে কাজ করতে করতে সন্ধ্যা করে ফেলল।
বস তো বেশ খুশি। পরের দিন বস তাকে জিজ্ঞেস করলেন, কাল কি কি কাজ করলে।
সর্দারজী উত্তর দিল, স্যার, কি বোর্ডে দেখলাম অক্ষরগুলা উল্টাপাল্টা ব্সানো। কাল সবগুলা অক্ষর খুলে ঠিকঠাক বসায়ে ফেলছি।
২.
জাদুঘরের কিউরেটর : আপনি জানেন যে চীনামাটির পাত্রটি ভেঙ্গেছেন সেটি দুই হাজার বছরের পুরানো?
সর্দারজী : যাক বাঁচা গেল, আমি তো ভাবছিলাম নয়া প্লেট ভাইঙ্গা ফালাইছি।
৩.
একটা বোনাস…
মন্দিরের বাইরে রাখা সর্দারজীর চপ্পল…
sketchbookblog_1227716974_1-genius_slippers

সবশেষে একটা জামী কৌতুক বলি ।শুনলে হাসতে হাসতে পেট ফেটে যাবে

শিক্ষক : ৫টা ফুলের নাম বল?
ছাত্র : ৩টা গোলাপ আর ২ টা জবা ।

২,৮৭৩ বার দেখা হয়েছে

৩২ টি মন্তব্য : “কাটপেষ্ট কৌতুক -২”

  1. তাইফুর (৯২-৯৮)
    বিনোদনের জায়গা দিয়ে ময়লা পানির নালা

    পিসিসি হইলে অবশ্য বিনোদনের জায়গা দিয়ে ময়লা পানি ও সুয়্যারেজ লাইন ...


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  2. টিটো রহমান (৯৪-০০)
    ছাত্রী : কোনপাশে লিখব বাঁপাশে না ডানপাশে?
    ভিক্ষুক:- ছিঃ .. আমার পাওনা টাকায় সংসার চালাচ্ছেন স্যার..
    ছাত্র : ৩টা গোলাপ আর ২ টা জবা ।

    :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz: :khekz:


    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

    জবাব দিন

মওন্তব্য করুন : হাসান (১৯৯৫-২০০১)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।