পাঙ্গা পোষ্ট

সিসিবির সূচনাটা হয় কতিপয় দুষ্টু বালক-বালিকাদের মাধ্যমে।নিজেদের এই ছোট্ট বাড়িতে তারা মেতে থাকত হাসি-ঠাট্টায়।দিন যায়…বাড়ির সদস্য সংখ্যা বাড়তে থাকে।আর ফলাফলস্বরুপ তাদের দুষ্টুমিতে এই ব্লগ প্রায় মাদ্রাসা হওয়ার পথে….এমন সময় শক্ত হাতে এগিয়ে এলেন লৌহমানব সানা ভাই B-) । এসেই তিনি ব্লগের নিয়ম-শৃংখলার প্রতি জোর দিলেন…তাই প্রতি ব্লগেই দুই তিনজনকে :frontroll: খেতে দেখা যেতে লাগল।কালক্রমে এডজুটেন্ট স্যার এসে সেই গতিকে ত্বরান্বিত করলেন।আর নতুন কেউ এলে তো কথাই নেই….সবাই চকচক চোখে তাকিয়ে থাকত কখন পাঙ্গানোর একটু চান্স পাওয়া যাবে… :awesome:

যা বলছিলাম…এভাবে তৈরী হল সিসিবির সিনিয়র ও জুনিয়র স্কোয়াড।যে কাইয়ুম ভাই সিনিয়র গ্রুপেরও সিনিয়র সদস্য হতে পারতেন..(ভাইয়ের বয়স যেন কত হইল??লাষ্ট মনে হয় ৪০ শুনসিলাম 😀 )মায়ায় পড়ে তিনিও রয়ে গেলেন জুনিয়র স্কোয়াডে…সাথে কামরুল ভাই..যদিও কানাঘুষায় শোনা যায় সিনিয়র স্কোয়াড থেকে উৎকোচ গ্রহণ করে তারা মাঝে মাঝে জুনিয়র গ্রুপের সদস্যদের সিনিয়র গ্রুপের কাছে বলি দিতেন… :gulli2:

তাই সিসিবির সদস্যদের এই বিভীষিকা থেকে মুক্তি দেওয়ার জন্য সদ্য নতুন ও তরতাজা একটি ব্যাপক ঘাউরা প্রকৃতির ক্যাডেট আমদানী করলাম।আর অষ্টম শ্রেনী থেকেই আনতে হল কারন জানামতে এরা পাঙ্গা-হোটেলে এরা হটকেক হিসেবে বিক্রি হয়।সো…আর দেরী করা ঠিক হবেনা…আসুন আমরা সবাই যার যা কিছু আছে তাই নিয়ে এই ভার্চুয়াল ক্যাডেটটির প্রতি ঝাপিয়ে পড়ি… :gulli:
আর দরদী সিনিয়র যারা আছেন তারা এই নিষ্পাপ জুনিয়রটিকে বাচানোর চেষ্টা করি… 😡

আশা করি সবার সম্মিলীত সহযোগিতায় অচিরেই আমরা অষ্টম শ্রেনীর এই ক্যাডেটটির জীবন ঝাঝরা করে দিতে পারব… :grr:

বিদ্র:
*পাঙ্গা দেওয়ার জন্য সুনির্দিষ্ট সময় ও কজ থাকতে হবে
*একই সময়ে দুইজন পাংগা দিতে পারবেন না.. 😮

১০,৩২৮ বার দেখা হয়েছে

১৭২ টি মন্তব্য : “পাঙ্গা পোষ্ট”

  1. আহসান আকাশ (৯৬-০২)

    আরে বন্য... কতদিন পর... এতোদিন গ্যাপ মারার জন্য আগে ১০টা :frontroll: লাগা... তারপর বাকি কথা বলতেছি...


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  2. সানাউল্লাহ (৭৪ - ৮০)
    এমন সময় শক্ত হাতে এগিয়ে এলেন লৌহমানব সানা ভাই B-) । এসেই তিনি ব্লগের নিয়ম-শৃংখলার প্রতি জোর দিলেন…তাই প্রতি ব্লগেই দুই তিনজনকে :frontroll: খেতে দেখা যেতে লাগল

    রীতিমতো অপপ্রচার!! আমি যেখানে পুলাপাইনরে ডাইক্কা ডাইক্কা শেরাটনে আইসক্রিম খাওয়াই, সেইখানে এইসব গোয়েবলসীয় মিথ্যাচার!!! x-( আমার সম্পর্কে পোলাপাইনের মধ্যে আতংক ছড়িয়ে দেওয়ার অপরাধে ভারচ্যুয়াল বন্য লজ্জাবতী কাঁটার ওপর ১০০ সাইডরোল, ৫০০ ফ্রন্টরোল......... আর ছাল-চামড়া ওঠা প্যারেড গ্রাউন্ডে ৫ চক্কর ক্রলিং শুরু করো। জলদি............ 😡

    অ্যাডজুটেন্ট! জলদি কেইনটা নিয়ে আসো!


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  3. রাশেদ (৯৯-০৫)

    ফুয়াদ তোর এই পোস্টের মানে বের করতে হলে তো এম,এ,ছালাম এর গাইড বই লাগবে 😛

    এই পোস্টের ক্লাস এইটটা কি তুই 😀 তাইলে আমরা কি তোর সিনিয়র 😉


    মানুষ তার স্বপ্নের সমান বড়

    জবাব দিন
  4. রকিব (০১-০৭)

    সানা ভাই, রিবিন ভি, আকাশ দা- আপনাদের চা। :teacup: :teacup: :teacup:
    এই পোষ্টে কথা বার্তা না বলাই ভালো, দোকানে অনেক বড় লাইন, আমি যাইগা। 😀


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  5. আন্দালিব (৯৬-০২)


    সানা ভাই, আপনার জন্য দশ ক্যাডেট কলেজের নাম লেখা কেক নিয়ে আসলাম। খালি জুসে তো পেট ভরবে না, এটাও খেতে পারেন।

    আমি কমনরুমে খেলা দেখতেছিলাম এখানে এসে দেখি হেবি পাঙ্গানি চলতেছে! 😕

    জবাব দিন
  6. বন্য রে......
    ব্লগে আইসা তোর নাম শুনছি অনে-----ক। কিন্তু একবারো খুঁইজ্জা পাইনাই।
    লেখা দেইক্ষা ঝাঁপাইয়া পড়লাম-- দেখি এন্টেনার উপর দিয়া গেছে ~x( ~x( ~x(

    এমুন লেখা ক্যান দিছত?????
    পাঙ্গা খাইয়া তো তোর জীবন শ্যাষ। এতক্ষণ দেই নাই কমেন্ট। জুনিয়র দেইক্ষা পিপাসু সিনিয়রদের পাঙ্গার লোভ যদি লাইগগা যায় এই ভয়ে ------ 😮

    তয় স্বাগতম দোস্ত। আমিতো দোস্ত, নে চা খা। অনেক ডলা খাইছস

    :teacup: :teacup: :teacup: 😀

    জবাব দিন
  7. ইউসুফ (১৯৮৩-৮৯)

    নাহ্ ছেলেপেলে পাঙ্গা দেওয়া শিখে নাই। তাই এখন পর্যন্ত যা পাঙ্গা চলছে, সবই ওয়ার্ম আপ হিসাবে কাউন্ট হবে।

    ইয়ে সানা ভাই এদের আমি দেখতেছি, আপনি স্যার একটু ইভনিং ওয়াক অথবা ফুটবল গ্রাউন্ডে গলফ খেলে আসেন।

    বয়েজ, বাই ব্যাচ ফল-ইন। কম্বাইন্ড পাঙ্গা হবে। সবার জন্য একই আদেশ।

    ১। হ্যাভারস্যাকে ৬টা ইট নিয়া ২ মাইল চক্কর।
    ২। খোয়া বিছানো ইডি গ্রাউন্ডে আধঘন্টা :frontroll: , সাইডরোল, ব্যাকরোল।
    ৩। এরপর হাফ ড্রেসে ক্রস-কান্ট্রি। শেষের ৫০ জন আলাদা হবে ১ নম্বর থেকে রিপিট।
    ৪। ১ ঘন্টা নভিসেস ড্রিল।
    ৫। এক কোর্স অবস্ট্যাকল ক্রসিং।

    ধুর, আমিই তো ঘামাইয়া গেলাম। আমার ম্যাংগো জুস কই?

    জবাব দিন

মওন্তব্য করুন : বন্য (৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।